Math, asked by DulquerSalman3604, 1 year ago

ফাঁকা ঘর ভরতি করি – ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি. কম। আমিনুরের উচ্চতা x সেমি. হলে ডেভিডের উচ্চতা _____ সেমি।

Answers

Answered by Swarup1998
10

উত্তর :

      ডেভিডের উচ্চতা (x - 3) সেমি

সমাধান :

  দেওয়া আছে যে, আমিনুরের উচ্চতা x সেমি

  ডেভিডের উচ্চতা আমিনুরের চেয়ে 3 সেমি কম অর্থাৎ আমিনুরের উচ্চতা থেকে 3 বিয়োগ করলে ডেভিডের উচ্চতা পাওয়া যাবে।

অতএব, ডেভিডের উচ্চতা = x - 3 সেমি

মনে রাখার বিষয় :

  যখনই কোনো প্রশ্নে কম বা বেশীর কথা বলা থাকবে, তখনই ভালো ভাবে পড়ে বুঝতে হবে যে কার ক্ষেত্রে কম আর ক্ষেত্রে বেশী। তা না হলে সমস্যা সমাধান করা কঠিন হবে।

  • কম বোঝালে বিয়োগ করতে হবে।

  • বেশী বোঝালে যোগ করতে হবে।


Kimera: Nice
Swarup1998: :)
Answered by Ashishkumar098
0

আমিনুরের উচ্চতা x সেমি.

আর , ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি. কম।

•°• ডেভিডের উচ্চতা ( x - 3 ) সেমি।

Similar questions