Physics, asked by Niraj218, 8 months ago

প্রমাণ চাপ কাকে বলে? উঃ সমুদ্র পৃষ্ঠে 45° অক্ষাংশে 0°C অর্থাৎ 273K উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76cm উচ্চ পারদ স্তম্ভের চাপকে এক আ্যটমোস্ফিয়ার চাপ বা 1 atm চাপ বা প্রমাণ চাপ বলা হয়। ব্যারোমিটার এ পারদ স্তম্ভের উচ্চতা 76cm হলে----
গ্যাসের প্রমাণ চাপ = 1.013×10^5 পাস্কাল।

Answers

Answered by Dhevasrithar
10

Answer:

সাধারণত 0°C বা 273 K তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা এবং 1 atm বা 101.325 kPa চাপকে প্রমাণ চাপ ধরা হয়। বিজ্ঞানের বিভিন্ন আলােচনায় এবং গাণিতিক হিসাব নিকাশে প্রায়শ প্রমাণ তাপমাত্রা ও চাপ উল্লেখ বা ব্যবহৃত হয়। একে কখনও কখনও আদর্শ তাপমাত্রা ও চাপ বা স্বাভাবিক তাপমাত্রা ও চাপও বলা হয়। ইংরেজিতে সাধারণত STP বা NTP বলে।

প্রমাণ তাপমাত্রা : যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এটি 0°C এবং এস. আই. এককে বা পরম তাপমাত্রার স্কেলে এটি 273K।

প্রমাণ চাপ : সমুদ্র পৃষ্ঠের 45° অক্ষাংশে 273K তাপমাত্রায় 76 cm উচ্চতার শুষ্ক ও বিশুদ্ধ পারদ স্তম্ভ যে চাপ প্রয়ােগ করে তাকে প্রমাণ চাপ ধরা হয়। এই চাপের পরিমাণ

p = hρg (এখানে h পারদ স্তম্ভের উচ্চতা = 0.76 m, পারদের ঘনত্ব ρ = 13596 Kgm−3 এবং g অভিকর্ষজ ত্বরণ = 9.806 ms−2)

= 0.76 m × 13596 Kgm−3 × 9.806 ms−2

= 1.013×105 Nm−2

= 1.013×105 Pa (প্যাসকেল)

প্রমাণ তাপমাত্রা ও চাপকে S. T. P বা NTP বলা হয়।

Answered by pulakmath007
2

সমাধান

জানতে হবে

প্রমাণ চাপ কাকে বলে

উত্তর

সমুদ্র পৃষ্ঠে 45° অক্ষাংশে 0°C উষ্ণতায় 76cm উচ্চ পারদস্তম্ভ যে চাপ সৃষ্টি করে তাকে বায়ুমণ্ডলের প্রমাণ চাপ বলে

বায়ুমণ্ডলের প্রমাণ চাপ

= পারদস্তম্ভের উচ্চতা × পারদের ঘনত্ব × অভিকর্ষজ ত্বরণ

= 76 × 13.596 × 980.6 dyn/cm²

= 1.013250 × 10^6 dyn/cm²

SI তে বায়ুমণ্ডলের প্রমাণ চাপ

= 101325 N/m²

= 101325 Pa

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তর রাখা হয় কেন

https://brainly.in/question/46961635

2. শূন্যস্থান পূরণ করো :- ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের _______ ফলাফলের প্রয়োগ করা হয় ।

https://brainly.in/question/45686064

3. আইসােবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলাে

https://brainly.in/question/43292583

Similar questions