5.শব্দরূপ লেখাে :-
ক) “অম্মদ’ শব্দের পঞ্চমীর বহুবচন।
খ) “মাতৃ’ শব্দের দ্বিতীয়ার একবচন
Answers
Answer:
সহজ পাঠ ০১।।
সংস্কৃত ভাষা শেখার ক্ষেত্রে শব্দরূপ এবং ধাতুরূপ সম্পর্কে সাম্যক ধারণা থাকা আবশ্যক।। আজকে আমরা কেবল শব্দরূপ সম্পর্কে আলোচনা করবো।।
সাধারণত কতোগুলো অর্থবোধক পদের মাধ্যমে আমরা একটি বাক্য গঠন করে থাকি।। এর মধ্যে ক্রিয়াপদ গুলোকে ধাতুরূপ এবং অন্য পদ্গুলোকে শব্দরূপ বলা হয়।।
সংস্কৃত বাক্যে শব্দরূপ সাধারণত লিঙ্গ,বচন এবং বিভক্তির উপর নির্ভরশীল।
সংস্কৃতে লিঙ্গ তিন প্রকার।
১। পুংলিঙ্গ।
২।স্ত্রীলিঙ্গ।
৩।ক্লীবলিঙ্গ।
বচন তিন প্রকার।
১। একবচন ।
২। দ্বিবচন।
৩।বহুবচন।
বিভক্তি সাত প্রকার।
প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়,চতুর্থী,পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী।
সংস্কৃতে সাধারণত শব্দের অন্ত স্বরের উপর নির্ভর করে লিঙ্গ নির্ধারিত হয়। যেমন নর শব্দের অন্ত স্বর হচ্ছে অ । আর সাধারণত অ কারান্ত শব্দগুলো পুংলিঙ্গ হয়ে থাকে ।। তবে অ কারান্ত সব শব্দই যে পুংলিঙ্গ হয় এমনটা নয়; যেমন অ কারান্ত ফল শব্দ ক্লীবলিঙ্গ।। সংস্কৃত ভাষায় লিঙ্গ নির্ধারণ একটা জঠিল বিষয়। এ কারণে কিছু সাধারণ বিষয় মনে রাখতে হয় বাক্য গঠনের সময়। এই লিঙ্গ বিষয়ে আমরা পরবর্তী সহজ পাঠে আলোচনা করবো।।
এখন আমরা লিঙ্গ,বচন ও বিবক্তিভেদে কিছু শব্দের শব্দরূপ দেখিঃ-
নর শব্দের শব্দরূপ দ্বিবচনে বহুবচনে
একবচনে প্রথমা- নরঃ - নরৌ নরাঃ
একবচনে দ্বিতীয়া- নরং -নরৌ নরান
একবচনে তৃতীয়া- নরেণ -নরাভ্যাং নরৈঃ
একবচনে চতুর্থী- নরায় -নরাভ্যাং নরেভ্যঃ
একবচনে পঞ্চমী- নরাৎ -নরাভ্যাং নরেভ্যঃ
একবচনে ষষ্ঠী- নরস্য -নরয়োঃ নরাণাং
একবচনে সপ্তমী- নরে। -নরয়োঃ নরেষু
একইভাবে অ কারান্ত সকল পুংলিঙ্গ শব্দের শব্দরূপ একই হবে।।
যেমন (প্রথমা একবচনে) অশ্বঃ, ইতিহাসঃ, বৃক্ষঃ, দেবঃ, পুত্রঃ, সূর্যঃ, চন্দ্রঃ ইত্যাদি।।
বিভিন্ন বই থেকে এই শব্দরূপগুলো পড়ে মনে রাখতে হবে । যা সংস্কৃত ভাষা বলতে ও লিখতে প্রয়োজন হবে।।
Answer:
মধৃ শব্দের পঞ্চমী বহুবচন