History, asked by 916291226970, 5 hours ago

ল। 5. 3+5 নিম্নলিখিত প্রশ্নগুলির পনেরো-ষােলােতি বাক্যে উত্তর দাও : (যে-কোনাে একটি ) (i) ফরাসি সংবিধান সভার কার্যাবলির বর্ণনা দাও। | (ii) নেপােলিয়নের উত্থান কীভাবে ঘটে ? তার ইউরােপের পুনর্গঠন সম্পর্কে সংক্ষেপে লেখাে। FM:40 Time:1:30 hrs MODEL QUESTION PAPER ৪ ” Paresh Debnath Alipurduar Mc William High School (HS) বিভাগ – ক 1x10=10 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : (i) টাইথ হল (a) আয়কর, (b) উৎপাদন কর, (c) ধর্মীয় কর, (d) বিক্রয় কর। (i) বিপ্লব পূর্ব ফ্রান্সের অধ্যাপকরা ছিলেন – (a) পাতি বুর্জোয়া, (b) উচ্চ বুর্জোয়া, (c) মধ্য বুর্জোয়া, (d) নিম্ন বুর্জোয়া। (i) ক্ষমতা বিভাজনের কথা প্রথম উল্লেখ করা হয় (a) দ্য ওয়েলথ অফ নেশনস, (b) দ্য পার্সিয়ান লেটারস, (c) দ্য স্পিরিট অফ লজ, (d) সামাজিক চুক্তি-গ্রন্থে। (iv) টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয়েছিল (a) ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুন, (b) ১৭৯০ খ্রিস্টাব্দের ২০ জুন, (c) ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন, (d) ১৭৯১ খ্রিস্টাব্দের ২০ জুল (v) ভারতে জেকোবিন ক্লাব গঠন করেন । (a) হায়দার আলি, (b) শিবাজি, (c) রণজিৎ সিং, (d) টিপু সুলতান। (vi) নেপােলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন? (a) ৭০টি, (b) ৮৩টি, (c) ১৫০টি, (d) ৩০০টি। (vi) ডাইরেক্টরি শাসনব্যবস্থায় মােট ডাইরেক্টরের সংখ্যা ছিল – (a)8জন, (b) ৫ জন, (c) ৬ জন, (d) ৭ জন।डायरेक्टर शासन व्यवस्था मोड डायरेक्टर है सॉन्ग ​

Answers

Answered by sabir9679bhi
0

Answer:

v) ভারতে জেকোবিন ক্লাব গঠন করেন । (a) হায়দার আলি, (b) শিবাজি, (c) রণজিৎ সিং, (d) টিপু সুলতান।

ans..(d) টিপু সুলতান

Similar questions