50 মিটার দৌড় _____নির্দেশ করে।
Answers
সমাধান
শুন্যস্থান পূরন করো :
(ক) শারীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার __________।
(খ) দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে __________ উপর।
(গ) 50 মিটার দৌড় __________ নির্দেশ করে।
(ঘ) প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ _______ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির উপর প্রভাববিস্তার করে।
উত্তর
(ক) শারীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ
(খ) দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ক্ষিপ্রতার উপর।
(গ) 50 মিটার দৌড় ট্র্যাক নির্দেশ করে।
(ঘ) প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ শারীরিক বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির উপর প্রভাববিস্তার করে।
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখ যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4 টি হাজারের কার্ড থাকবে।
https://brainly.in/question/42462957
2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?
https://brainly.in/question/42839004