760mm Hg চাপে ও 273k উষ্ণতা কোনো একটি গ্যাসের 1.6g-এর আয়তন 1.12Lগ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো
Answers
Explanation:
৭৬০মম এইচ জি চাপে ও২৭৩কে উষ্ণতায় কোনো একটি গ্যসের ১.৬গা এর আয়তন ১.১২লি গ্যস টির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাসস ঘনত্ব নির্ণয় করো
গ্যাসটির মোলার ভর হলো 32g ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব 16।
প্রদত্ত : 760mm Hg চাপে ও 273k উষ্ণতা কোনো একটি গ্যাসের 1.6g-এর আয়তন 1.12L
নির্ণেয় : গ্যাসের মোলার ভর এবং হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব।
সমাধান :
আমরা নিম্নলিখিত উপায়ে সহজেই এই গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। (এখানে আমাদের লক্ষ্য হলো গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করা)
আমরা জানি যে,
1.12L আয়তনের গ্যাসের ভর = 1.6g
এখন,
1 L আয়তনের গ্যাসের ভর = (1.6/1.12)
22.4 L আয়তনের গ্যাসের ভর = (1.6 × 22.4)/1.12 = 32g
অর্থাৎ গ্যাসটির মোলার ভর = 32g
এখন, হাইড্রোজেন সাপেক্ষে গ্যাসের বাষ্প ঘনত্ব হবে :
= (মোলার ভর ÷ 2)
= 32÷2
= 16
অতএব, গ্যাসটির মোলার ভর 32g ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব 16।
#SPJ3