8420 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত
Answers
Answered by
1
প্রদত্ত,
মূল প্রদত্ত সংখ্যা = 8420
নির্ণেয়,
4-এর স্থানীয় মান।
সমাধান,
প্রদত্ত গাণিতিক সমস্যাটিকে আমরা সহজেই নিম্নলিখিত উপায়ে সমাধান করতে পারি।
এখানে 4 রাশিটি প্রদত্ত সংখ্যার ডান দিক থেকে শুরু করে তৃতীয় স্থানে রয়েছে অর্থাৎ কিনা শতকের স্থানে রয়েছে।
সুতরাং, 4 রাশিটির স্থানীয় মান হবে,
= 4 x 100
= 400
(এই মানটিই হলো প্রদত্ত রাশির প্রদত্ত সংখ্যাতে নিজস্ব স্থানীয় মান)
অতএব, স্থানীয় মান হলো 400।
Similar questions