= 9 সমাজের রক্ত ও লৌহতিতে কী বোঝায়?
উত্তর রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক রাশিয়ার নেতৃতে জার্মান
রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন জামান = তে জমি ও
লৌহন তহণ করলেন রজ ও দেহ ত ব - রায় সুস্থ
ও কঠোর শৃঙ্খলা বিসমার্ক একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন
করে ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুৎ Sৎ করেন তাঁর মৃত্ব ও
লৌহতির ফলে ঐক্যবন্ধ কারন জানতে ।
Answers
Answer:
১৯১৪, জুন মাস। অস্ট্রিয়ার সম্রাটের প্রিয় ভাইপো, সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী যুবরাজ আর্কডিউক ফ্রান্সেস্ ফার্দিনান্দ তার অসামান্য সুন্দরী পতœী সোফ্যিকে নিয়ে বসনিয়া সফর করছেন। রাষ্ট্রীয় সফর। তাই জাঁকজমক, উচ্ছ¡াস উদ্দীপনা লাগামছাড়া। কখনও তোপধ্বনি, কখনও পুষ্পবৃষ্টি, কখনও বাদ্যযন্ত্রের মূর্ছনায় আকাশ-বাতাস মুখরিত। এভাবেই তারা এসে পৌঁছলেন বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে। এমন উষ্ণ-হার্দিক অভ্যর্থনায় মুগ্ধ যুবরাজ এবং যুবরানি। হঠাৎ সব ওলটপালট হয়ে গেল। আততায়ীর হাতে নিহত হলেন অস্ট্র্রিয়ার ভাবী সম্রাট ও সম্রাজ্ঞী। সেই দিনটা ছিল ২৮ জুন, ১৯১৪।প্রস্তুতি অনেকদিন ধরেই চলছিল, উপলক্ষ বা অজুহাত হাতে আসতেই যুদ্ধের দামামা বেজে উঠল। হত্যা-ঘটনার পর জানা গেল, আততায়ীরা অস্ট্রিয়ারই নাগরিক কিন্তু জাতে সার্ব। তাই এই হত্যাকাÐে সার্বিয়া সরকারের মদত আছে বলে অস্ট্রিয়া জানিয়ে দিল। তারপর জুলাই মাসের শেষ দিকে সার্বিয়া সরকারকে অস্ট্রিয়া এক চরমপত্র দিয়ে অনেকগুলো শর্ত দিল। শর্তগুলো, বলা বাহুল্য, অত্যন্ত অপমানজনক, তবুও সার্বিয়া প্রায় সব শর্ত মেনে নিল, দু-একটি ছাড়া। কারণ কোনো স্বাধীন দেশ তা মানতে পারে না।