উচ্চমাধ্যমিক ব্যবহারি 96 29. প্রদত্ত মানচিত্রে বিভিন্ন স্থানের উচ্চতা (মিটার) দেখানাে আছে। 50 মিটার থেকে শুরু করে প্রতি 50 অন্তর । আঁকো (যথা –50 মিটার, 100 মিটার, 150 মিটার, 200 মিটার ইত্যাদি)
Answers
Answer:
hi
Explanation:
MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. ‘রশিদ আলি দিবস’ পালিত হয়—
(a) ২ জানুয়ারি (b) ১২ ফ্রেব্রুয়ারি (c) ১৬ মার্চ (d) ২২ মে
Ans. (b) ১২ ফ্রেব্রুয়ারি
2. ক্রিপস মিশন ভারতে আসে—
(a) ১৯৪২ খ্রি: (b) ১৯৪৫ খ্রি: (c) ১৯৪৬ খ্রি: (d) ১৯৪৭ খ্রি:
Ans. (a) ১৯৪২ খ্রি:
3. রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়—
(a) ১৯৩৫ খ্রি: (b) ১৯৩৬ খ্রি: (c) ১৯৩৯ খ্রি: (d) ১৯৩৭ খ্রি:
Ans. (d) ১৯৩৭ খ্রি:
4. আজাদ হিন্দ ফৌজ গঠন করেন –
(a) রাসবিহারী বসু (b) সুভাষচন্দ্র বসু (c) জওহরলাল নেহরু (d) কেউই নন
Ans. (a) রাসবিহারী বসু
5. ১৯৪১ খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল
(a) ইংল্যান্ড (b) ফ্রান্স (c) রাশিয়া (d) জাপান
Ans. (d) জাপান
6. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন—
(a) ম্যান্ডেলা (b) ড. সুকর্ণ (c) সুহার্তো (d) হাব্বিবি
Ans. (b) ড. সুকর্ণ
7. ড. সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন ?
(a) চিনের (b) ইন্দোচিনের (d) কোরিয়ার
Ans. (c) ইন্দোনেশিয়ার
8. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হলো –
(a) কোহিমা (b) নাগপুর (c) গৌহাটি (d) দিশপুর
Ans. (a) কোহিমা
9. মন্ত্রী মিশন ভারতে আসে—
(a) ১৯৪২ খ্রি. (b) ১৯৪৪ খ্রি. (c) ১৯৪৫ খ্রি. (d) ১৯৪৬ খ্রি.
Ans. (d) ১৯৪৬ খ্রি.
10. গণপরিষদের প্রথম অধিবেশন বসে
(a) কলকাতায় (b) দিল্লিতে (c) বোম্বাইয়ে (d) ইন্দোরে
Ans. (b) দিল্লিতে
11. আজাদ হিন্দ সরকার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1943 সালের—
(a) 23 মার্চ (b) 23 মে (c) 23 জুলাই (d) 23 অক্টোবর
Ans. (d) 23 অক্টোবর
12. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন
(a) অজয় মুখোপাধ্যায় (b) মাতঙ্গিনি হাজরা (c) চৈতু পাণ্ডে (d) সতীশচন্দ্র সামন্ত
Ans. (d) সতীশচন্দ্র সামন্ত
13. কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল ?
(b) র্যাভেন (c) সমুদ্রকন্যা (d) টাইটানিক
Ans. (a) তলোয়ার
14. অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন—
(a) জে. এল. নেহরু (b) এ. কে. আজাদ (c) জিন্না (d) বি, ভি. প্যাটেল
Ans. (a) জে. এল. নেহরু
15. গণপরিষদের প্রথম অধিবেশন বসে—
(a) কলকাতায় (b) দিল্লিতে (c) বোম্বাইয়ে (d) মাদ্রাজে
Ans. (b) দিল্লিতে
16. ভারতের ‘লৌহমানব’ হিসেবে পরিচিত
(a) মহাত্মা গান্ধি (b) আবুল কালাম আজাদ (c) বি. ভি. প্যাটেল (d) সুভাষচন্দ্র বসু
Ans. (c) বি. ভি. প্যাটেল
17. জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করে?
(a) ১৯৪১ খ্রিস্টাব্দে (b) ১৯৪২ খ্রিস্টাব্দে (c) ১৯৪৪ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে
Ans. (a) ১৯৪১ খ্রিস্টাব্দে
18. সুভাষচন্দ্র বসু ফ্রি-ইন্ডিয়া সেন্টার গঠন করেন
(b) জাপানে (c) ভারতে (d) আন্দামানে
Ans. (a) জার্মানিতে
19. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন
(a) মাউন্টব্যাটেন (b) এটলি (c) ক্যানিং (d) হেস্টিংস
Ans. (a) মাউন্টব্যাটেন
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]
1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়োলাট কে ছিলেন?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড লিনলিথগো।
2. ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য এককথায় লেখো।
Ans. স্বতঃস্ফুর্ত এই গণ-আন্দোলনে ভারতের স্বাধীনতা অর্জনের ভিত প্রতিষ্ঠিত হয় ও কংগ্রেস তৃত মর্যাদা ফিরে পায়।