A৭
2+1
4.3. তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এদের মধ্যে সম্পর্কটি লেখাে।
Answers
Answer:
★ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক :
প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে।
★ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক :
প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়।
_____________________
★ তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্ক (Relation between the coefficients of apparent and real expansion of liquids) :
ধরি ,উষ্ণতায় কোন পাত্রে নির্দিষ্ট ভরের তরলের আয়তন=
&
উষ্ণতায় উক্ত তরলের আপাত আয়তন= এবং প্রকৃত আয়তন=
উষ্ণতায় পাত্রের যে অংশে তরল আছে, উষ্ণতায় পাতের ওই অংশে আয়তন = V
তরলের আপাত প্রসারণ = এবং তরলের প্রকৃত প্রসারণ =
উষ্ণতায় পাত্রের যে অংশে তরল আছে তার প্রসারণ =
আমরা জানি,
তরলের প্রকৃত প্রসারণ = তরলের আপাত প্রসারণ + পাত্রের প্রসারণ
→
উভয়পক্ষকে দ্বারা ভাগ করে পাওয়া যায়,
- = পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক।
অর্থাৎ,
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক = তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক + পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক
Explanation:
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা
করো।