Geography, asked by sardarsonu0912, 6 months ago

মানবদেহে ভিটামিন A ও ভিটামিন D -এর ভূমিকা উল্লেখ করাে। ভাজক কলার বৈশিষ্ট্য লেখাে।​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
4

মানবদেহে ভিটামিন A এর ভূমিকা

• চোখের রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে।

• জারন প্রতিরোধ করে অর্থাৎ সহজে বৃদ্ধ হতে দেয় না।

• ত্বক চকচকে রাখে। তাই একে গ্ল্যামার ভিটামিন ও বলা হয়।

• স্নায়ু কলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রন করে।

মানবদেহে ভিটামিন D এর ভূমিকা

• অস্থি ও দাঁত গঠন ও শক্ত করতে সাহায্য করে।

• রিকেট রোগ প্রতিরোধ করে।

• ক্যালসিয়াম ও ফসফরাস শোষনে সাহায্য করে।

ভাজক কলার বৈশিষ্ট্য

• ভাজক কলার কোষ গুলো ছোট হয় এবং কোষগুলো গোলাকার ডিম্বাকার বা বহুভুজ আকারের হয়ে থাকে।

• কোষ গুলোর প্রাচীর পাতলা হয়।

• কোষগুলো ঘন সাইটোপ্লাজম পূর্ন এবং বড় ও স্পষ্ট নিউক্লিয়াস যুক্ত।

• কোষগুলো অপরিণত এবং সবসময় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে।

• কোষগুলি তে সাধারণ ভ্যাকুওল থাকে না।

Similar questions