Geography, asked by Dhanmedhi, 1 year ago

সৰলবর্গীয় উদ্ভিদ
A
ntil hundar​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

উত্তর গোলার্ধে 50-70 ডিগ্রি অক্ষাংশ এর মধ্যবর্তী অঞ্চলে যে বিশেষ প্রকারের বনভূমির সৃষ্টি হয়েছে, তাকে সরলবর্গীয় বনভূমি বলে। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া ও ইউরোপের উত্তরাংশ বরাবর বিস্তৃত সরলবর্গীয় বনভূমি পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল। সরলবর্গীয় অরন্যের বৈশিষ্ট্য গুলি সম্পর্কে নিম্নে আলোচিত হলো -

1) এই অঞ্চলে শীতকাল দীর্ঘস্থায়ী ও অত্যন্ত তীব্র। মহাদেশের অভ্যন্তরভাগে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। গ্রীষ্মকালে তিন মাস উষ্ণতা মাত্র 10 ডিগ্রি সেন্টিগ্রেড মতো থাকে। শীতকালে তুষারপাত হয় গাছের পাতায় তুষার যাতে জমতে না পারে তার জন্য পাতাগুলি কোণ বিশিষ্ট ও ছুঁচোলো মতো দেখতে হয়।

2) প্রায় নয় মাস তুষারাবৃত থাকার জন্য এই জাতীয় বনানীতে ঝোপঝাড় ও লতাগুল্ম জন্মাতে পারে না। সেজন্য এই বনভূমি তলদেশ খুব পরিষ্কার থাকে।

3) এখানকার গাছগুলোর সাধারণত খুব দীর্ঘ ও শুরু হয় এবং কাণ্ডের অনেক ওপর থেকে ডালপালা জন্মায়।

4) এই বনভূমিতে একই প্রজাতির গাছ বিস্তীর্ণ এলাকাজুড়ে জন্মায়।

5) সরলবর্গীয় বনভূমির কাঠ খুব নরম ও হালকা হয়।

6) সরলবর্গীয় বনভূমির গাছ গুলির আকৃতি মোচার মতো দেখতে হয়।

7) এই প্রকার বনভূমি বেশিরভাগ স্থানে মাঝারি ধরনের ঘন হয় কিন্তু অধিক শীত ও শুষ্ক অঞ্চলে বনভূমি হালকা ধরনের হয়।

8) এখানে চির সবুজ প্রকৃতির গাছ জন্মায়।

9) সরলবর্গীয় বনভূমি তে নানা ধরনের হাল্কা ও নরম কাঠের গাছ জন্মায়। এখানকার প্রধান কাজ গুলি হল - পাইন, স্প্রুস, বার্চ, হেমলক, ফার প্রভৃতি।

Similar questions