Math, asked by rakibhossain4803, 5 months ago

akjon desh premik nagoriker 10 ti gon 10 bakko prokash koro​

Answers

Answered by mrinmoiroy
1

Answer:

Answer:

একজন দেশ প্রেমিকের যে ১০ গুন থাকা দরকার

১) ভাল মানুষ হতে হবে।

২) সব সময় দেশের আইন মেনে চলবে।

৩) দেশের মজ্ঞল কামনা করবে।

৪) দেশকে ভালবাসতে হবে।

৫) নিজের দেশের মান সম্মান নষ্ট করা যাবেনা।

৬) কর দেয়ার উপযোগী হলে কর দিতে হবে।

৭) দেশের উন্নয়নে কাজ করতে হবে।

৮) রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না।

৯) অসত উপায়ে আয় করা যাবেনা।

১০) মাদকাসক্ত হলে হবে না।

Answered by juhi4312
3

Answer:

একজন দেশ প্রেমিক নাগরিক রাষ্ট্রের সুনাগরিক ও রাষ্ট্রের সম্পদ।তাহার দশটি গুন :

1. একজন দেশ প্রেমিক নাগরিক সৎ ও দেশের প্রতি আনুগত্যশীল।

2. দেশ প্রেমিক ব্যক্তি তাহার উপর অর্পিত দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল ও কর্তব্য পরায়ন।

3. নিয়মিত কল ট্যাক্স, ভ্যাট ইত্যাদি প্রদান করেন ও অন্যদের তা করতে উৎসাহিত করেন।

4. একজন দেশ প্রেমিক রাষ্ট্রের সম্পদ হেফাজত করেন এবং অপচয় থেকে রক্ষা করেন।

5.একজন দেশ প্রেমিক ব্যক্তি রাষ্ট্র বা সরকার থেকে জনসাধারণের যে সকল বিল বা সেবা প্রনয়ন করেন তা যথাযথ ভাবে সকল মানুষের মাঝে তাদের অধিকার অনুসারে বন্টন করেন,স্বজনপ্রিতী করেন না।

6. একজন দেশ প্রেমিক ব্যক্তি দেশের শত্রুদের সাথে লড়াই করেন ।

7. একজন দেশ প্রেমিক ব্যক্তি দেশের উন্নয়নের জন্য ব্যক্তি পর্যায়ে যা কিছু উচিত সার্মথ মতো তা করেন।

8. একজন দেশ প্রেমিক ব্যক্তি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেন।

9. একজন দেশ প্রেমিক ব্যক্তি নাগরিক দেশ মাতৃকার ডাকে যেকোনো সময় যেকোনো মুহূর্তে সাড়া দেন।

10. দেশ প্রেমিক ব্যক্তি একজন বুদ্ধিজীবী হিসাবে কর্ম ,নীতি ,পরিচালনা ,নেত্রত্ব ইত্যাদি কর্ম উদ্দীপনা প্রচার প্রসার বা বাস্তবায়ন করে থাকেন।

Similar questions