Akjon deshpramikar 10 ti guon
Answers
Answer+Explanation:
একজন নাগরিকের দশটি গুন ১০ বাক্যে প্রকাশ করা হলো:
১. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদাই দেশের এবং দেশের সকল নাগরিকের কল্যাণ কামনা করেন ।
২. একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা তার দেশের উন্নয়ন সুরক্ষা ও নিরাপত্তা সমূহ বিষয়কে কেন্দ্র করে ভাবনা চিন্তা করেন।
৩. একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই তার দ্বারা দেশের ক্ষতি হতে পারে এমন কাজ করেন না।
৪. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদাই নিশাত এর পরিবর্তে দেশের স্বার্থকে গুরুত্ব দেয়।
৫. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের আইন কানুন সংবিধান মেনে চলেন এবং বাকি নাগরিকদেরও তা মানতে উৎসাহিত করেন।
৬. একজন দেশ প্রেমিক নাগরিক তার দেশের অভ্যন্তরে ঘটা সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন।
৭. একজন সত্তিকারের দেশ প্রেমিক তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য গুলো যথাযথভাবে পালন করেন।
৮. একজন দেশ প্রেমিক যথাসময়ে কর প্রদান করে নিজ দেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করেন।
৯. একজন দেশ প্রেমিক নাগরিক তার নিজ দেশের প্রতি ভালোবাসা কে ধর্মের অংশ মনে করেন।
১০. দেশ প্রেমিক তার দেশকে তার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসেন।