Music, asked by dainvincible1, 1 year ago

Amake amar moto thakte dao
Ami nijeke nijer moto guchiye niyechi
Jeta chhilona chhilona seta na paoyai thak
Sab pele nashto jibon
TELL THE NAME OF THE SONG
WHO IS THE SINGER
WRITE SOMETHING ABOUT HIM

Answers

Answered by biplov
3
Singer of this song is Anupam Roy
===============================

Anupam Roy is a famous Indian music Composer, Singer and lyricist. Anupam Roy was born on 29 March 1982 in kolkata, West Bengal, India. Anupam Roy best known Albums are Durbine Chokh Rakhbo Na(2012), Dwityo Purush(2013), Bakyobageesh(2014) in Bengali. for the movie Nariyal Paani he worked as Music director, Singer and Actor and he also acted as Actor for two movies Jaatishwar and Praktan in Bengali.

Amake Amar Moto Thakte Dao (আমাকে আমার মতো থাকতে দাও) By Anupam Roy From The Movie Autograph

lyrics of the song in Bengali :-

আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।

আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক,
সব পেলে নষ্ট জীবন।

তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়,
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মতো।
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও,
দূরবীণে চোখ রাখবো না না না (না না না না না না না)।

এই জাহাজ মাস্তুল ছাড়খার,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।

কখনো আকাশ বেয়ে চুপ করে,
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে।
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজোনা আমায়,
আশেপাশে আমি আর নেই।

আমার জন্য আলো জ্বেলোনা কেউ,
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ।
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি,
শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না (না না না না না না না)।

এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।

(না না না না না না না না না না না না না না না, না না না না না না না না না না না না না না না)

তোমার রক্তে আছে স্বপ্ন যতো,
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মতো।
কখনো সময় পেলে একটু ভেবো,
আঙুলের ফাকে আমি কই;

হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে,
যত শুকনো পেয়াজ কলি, ফ্রিজের শীতে;
আমি ওবেলার ডাল-ভাত ফুরিয়ে গিয়েছি,
বিলাসের জলে ভাসব না না না।

এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।

(না না না না না না না না না না না না না না না, না না না না না না না না না না না না না না না)



Attachments:
Answered by Reshma2229
1
Hi...

Name of the song-Amake amar moto thakte dao
Singer-Anupam Roy

Anupam Roy is a famous Indian music Composer, Singer and lyricist. Anupam Roy was born on 29 March 1982 in kolkata, West Bengal, India.


Similar questions