An essay on how I spent my Saturday in Bengali
Answers
Answer:
THAT IS NOT COMPUTER SCIENCE !!!!!!!
:(
আমার শনিবার কাটানো :
___________________
• ভূমিকা : যদিও সপ্তাহে ছুটির দিন হল রবিবার তবুও বেশিরভাগ জায়গায় অর্ধেক দিবস ছুটির জন্য শনিবারকেও ছুটির দিন হিসাবে তকমা দেওয়া যায়। সেরকমই একটি শনিবার কাটানোর লিখিত ভাষায় রূপান্তরিত করার জন্য এই প্রবন্ধটি রচনা করা হলো।
• বিবরণ : গত শনিবার স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছুটি থাকার জন্য অর্ধেক দিবসের পরিবর্তে পুরো দিবসের ছুটির সুযোগ হয়েছিল। তাই সকাল থেকে প্রায় পুরোটাই বাড়িতে সময় কাটানোর অবকাশ পেয়েছিলাম।
• সারাদিনের কর্মসূচি : সকালে যথারীতি স্নান এবং আহারাদি সেরে নিয়ে, প্রথমে গল্পের বই নিয়ে বসে পড়েছিলাম। সারা সকাল গল্পের বইয়ের অর্ধেকের বেশি শেষ করে দুপুরের আহার সেরে নিয়েছিলাম। তারপর প্রায় সারা দুপুর ও বিকেল পাড়ার বন্ধুদের সাথে এর ক্রিকেট খেলাতে মশগুল ছিলাম।এরপর সন্ধ্যেবেলা নিয়মিত কর্মসূচির মতন পড়াশোনা সেরে নিয়ে রাত্রে খাওয়াদাওয়া করে আরেকবার গল্পের বইয়ের শেষটুকু পড়ে নিয়ে দিনটি সম্পূর্ণরূপে অতিবাহিত করেছিলাম।
• উপসংহার : একঘেয়ে জীবনে কখনো ছুটির অবকাশ আসলে তাকে অবশ্যই নিজের ভাবে অতিবাহিত করার প্রয়োজন কারণ এতে রোজকার একঘেয়েমি অনেকটাই দূর হয়।