Computer Science, asked by yeasmin2302, 11 months ago

Essay about a short trip in Bengali language

Answers

Answered by shardulkailash
0

Answer:

Bengali (/bɛŋˈɡɔːli/),[6] also known by its endonym Bangla (বাংলা [ˈbaŋla]), is an Indo-Aryan language primarily spoken by the Bengalis in South Asia, specifically in the eastern part of the Indian subcontinent, presently divided between Bangladesh and the Indian states of West Bengal, Tripura, Assam's Barak Valley. It is the official and most widely spoken language of Bangladesh and second most widely spoken of the 22 scheduled languages of India, behind Hindi. With approximately 228 million native speakers and another 37 million as second language speakers,[1][7] Bengali is the fifth most-spoken native language and the seventh most spoken language by total number of speakers in the world.[8][9]

Answered by Anonymous
0

একটি ছোট ভ্রমণ :

_____________

• ভূমিকা : মানুষের এই একঘেয়ে জীবনে কিছুটা উল্লাস আনার জন্য ভ্রমণ হলো অব্যর্থ ঔষধি। সেরকম একটি ছোট ভ্রমণের ব্যক্তিগত অভিজ্ঞতা লিখিত ভাষায় রূপান্তরিত করার জন্য এই প্রবন্ধটি রচনা করা হলো।

• ভ্রমণের পরিকল্পনা : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলে এক সপ্তাহের মত ছুটি থাকার জন্য বাড়িতে একটি ছোট ভ্রমণের পরিকল্পনা করা হলো। পরিকল্পনা শেষে নির্ণয় করা হলো যে একদিনের জন্য মুর্শিদাবাদ ভ্রমণ করা হবে।

• ভ্রমণের বিবরণ : পরিকল্পনায় নির্দিষ্ট ভ্রমণের দিনে একটি মাঝারি ট্রেন সফরের মাধ্যমে মুর্শিদাবাদের রওনা দেওয়া হল এবং সেখানে সকালে আহারাদি সেরে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ শুরু করা হলো। সারাদিনের ভ্রমণের মধ্যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল হাজারদুয়ারি, ইমামবাড়া, পলাশীর যুদ্ধক্ষেত্র ইত্যাদি। সারাদিনে সকল স্থান পরিদর্শন এবং ছবি তোলার মাধ্যমে আনন্দে উল্লাসে সময় কেটে গেছিলো। অবশেষে বিকেলের সময় ফিরতি ট্রেনে বাড়ি ফিরে আসা হয়।

• উপসংহার : ভ্রমণ যেমন আনন্দদায়ক তেমনি ভ্রমণের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের জ্ঞান আহরণ থাকি তাই আমাদের সকলেরই উচিত মাঝেমধ্যে বিভিন্ন রকম ভ্রমণে অংশগ্রহণ করা।

Similar questions