Essay on merits and demerits of overpopulation in Bengali
Answers
Explanation:
Disadvantages of over population
More mouths to feed.
Lower standard of living.
Poverty.
Overcrowded cities.
Sickness and spreading of diseases.
Insufficient natural resources to provide adequate goods and services.
Inadequate facilities, such as housing, medical etc.
Problem of starvation and malnourished population.
অতিরিক্ত জনসংখ্যার সুফল ও কুফল :
___________________________
• ভূমিকা : ভারত বর্তমানে পৃথিবীর দ্বিতীয় সবথেকে জনবহুল দেশ এবং ভারতের জনসংখ্যা প্রতিবছর অত্যন্ত দ্রুত হারে বেড়েই চলেছে। এই অত্যধিক পরিমাণে জনসংখ্যা বিভিন্ন রকমের সুফল এবং কুফলের কারণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে।
• সুফল : অতিরিক্ত জনসংখ্যার সুফল খুবই সামান্য। অতিরিক্ত জনসংখ্যার ফলে কেবল বিশ্ব রাজনীতিতে এবং অর্থনীতিতে ভারতের স্থান জনসংখ্যার নিরিখে অনেকটাই উঁচু মানের করে রাখে। এছাড়া অতিরিক্ত জনসংখ্যার তেমন কোন বাস্তব সুফল নেই।
• কুফল : অতিরিক্ত জনসংখ্যার কুফল সংখ্যায় বেশি এবং কুফলগুলি হল :
- বাজারে চাহিদা বৃদ্ধির সাথে সাথে মূল্যবৃদ্ধি।
- বিভিন্ন রকমের রসদের অভাব।
- জাতীয় স্তরে বেকারত্ব বৃদ্ধি।
- ফাঁকা জমির পরিমাণ কমে যাওয়া।
• উপসংহার : উপরোক্ত আলোচনায় দেখা গেল যে অতিরিক্ত জনসংখ্যার সুফলের অপেক্ষা কুফলের পরিমাণ বেশি। তাই আমাদের সকলের সচেতন হয়ে এই জনসংখ্যাবৃদ্ধিকে সঠিক নিয়ন্ত্রণে আনা উচিৎ।