World Languages, asked by sanchitaprasad11, 1 year ago

Bengali Durga Puja paragraph

Answers

Answered by SayanBiswas
9
Durga Puja is one of the biggest and most popular festivals of South Asia such as India, Bangladesh and Nepal. It involves the ritual of worship of our Goddess Durga and the triumph of the Goddess Durga over the demon Mahishasura. The festival honours the indomitable female force in the form of ‘Shakti’. This day gives everyone a reason to celebrate; it’s an occasion for rejuvenation and reunion and a celebration of our customary culture and customs. While most of the people keep fast for the entire nine to ten days, but the last four days called Saptami, Ashtami, Navami and Dashami are celebrated with much jollity and splendour.

Here we have provided both short and long paragraphs on Durga Puja in order to help you whenever you need to write paragraphs, essay or small articles on Durga Puja topic in the class, during exams, writing competitions, etc. You can select any Durga Puja paragraph given below according to your need:

SayanBiswas: okk byee
sanchitaprasad11: thanks
SayanBiswas: wlcm
sanchitaprasad11: bye
sanchitaprasad11: no
SayanBiswas: mean
sanchitaprasad11: ok bye
SayanBiswas: ok byee
SayanBiswas: hmm
Answered by tripti03
7

Answer:

দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।

দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এমনকি ভারতের অসম,বিহার, ঝাড়খণ্ড,মণিপুর এবংওড়িশা রাজ্যেও দুর্গাপূজা মহাসমারোহে পালিত হয়ে থাকে। ভারতের অন্যান্য রাজ্যে প্রবাসী বাঙালি ও স্থানীয় জনসাধারণ নিজ নিজ প্রথামাফিক শারদীয়া দুর্গাপূজা ও নবরাত্রি উৎসব পালন করে। এমনকি পাশ্চাত্য দেশগুলিতে কর্মসূত্রে বসবাসরত বাঙালিরাও দুর্গাপূজা পালন করে থাকেন।

pls mark as brainlist

Similar questions