Bengali essay on issue of Life
Answers
gnrfrkodhdfsjjd vsdj dhdrge shrrg rne eg rjrr t
জীবনের সমস্যা :
_____________
• ভূমিকা : আমাদের সকলের জীবনই বিভিন্ন রকমের সমস্যা দ্বারা জর্জরিত এবং এই সমস্যার সমাধান করতে পারলেই আমরা সাফল্যের সোপানে চড়তে সক্ষম হই।
• বিবরণ : আমাদের জীবন কখনোই সমস্যাবিহীনভাবে কাটে না কারন বেচে থাকার লড়াইয়ে আমাদের প্রতি মুহূর্তেই সম্মুখীন হতে হয় আমাদের পারিপার্শ্বিক পরিবেশের সাথে।এই পারিপার্শ্বিক পরিবেশ কারণ হয়ে দাঁড়ায় আমাদের বিভিন্ন রকম ব্যক্তিগত সমস্যার।
• আমাদের করণীয় : সমস্যা সবার জীবনেই এক তিক্ত বাস্তব,তাই সমস্যার সম্মুখীন হওয়ার সময়ে আমাদের উদাসীন হয়ে পড়লে চলবে না ,আমাদের সকলকে কঠোর হতে আমাদের জীবনের সমস্যাগুলিকে সমাধান করতে হবে, তবেই আমরা আমাদের জীবনে সাফল্য লাভ করতে পারবো।
• উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে সমস্যা আমাদের সবার জীবনেই আসবে তাই আমাদের সমস্যার প্রতি ভীতিকে দূর করে সাহসী মন নিয়ে জীবনের পথে এগিয়ে চলা উচিত কারণ এই সাহসী মানসিকতায় একদিন আমাদের সাফল্যের বড় কারণ হিসাবে আমাদের সামনে এসে দাঁড়াবে।