Bengali essay on pen
Answers
this is Bengali essay on pen
mark as brainliest please
কলম :
______
•ভূমিকা : আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল কলম। এই কলম আমরা কেবলমাত্র বিভিন্ন রকমের লেখার কাজের জন্য ব্যবহার করে থাকি।
• উৎপত্তি ও বিবর্তন : কলমের উৎপত্তি অনেক প্রাচীনকালেই হয়ে গেছিলো। প্রাচীনকালে পাখির পালক দোয়াতের কালিতে চুবিয়ে কলম হিসেবে ব্যবহার করা হতো এবং এই পালক দোয়াতের কলম অনেককাল প্রচলিত ছিল।তারপর ইংরেজদের হাত ধরে প্রচলন শুরু হয় ফাউন্টেন পেনের (কলম কে ইংরেজিতে বলা হয় পেন) এবং এই ফাউনটেন পেন ক্রমশ উন্নততর হয়ে রূপ নেয় আজকের বলপয়েন্ট পেনের।এছাড়াও জেল পেন, স্কেচ পেন ইত্যাদি পেনও আজকাল বাজারে বহুল প্রচলিত।
• উপসংহার : উপরোক্ত আলোচনায় আমরা কলমের গুরুত্ব এবং তার ইতিহাস সম্পর্কে একটি বিস্তৃত ধারণা পেয়েছে এবং এর থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে পেন বা কলম হলো আমাদের জীবনে একটি অত্যন্ত অপরিহার্য অংশ।