Social Sciences, asked by samrajneesamrajnee98, 11 months ago

বড়ােল্যাও টেরিটরিয়েল এরিয়া ডিষ্টিক্টের অন্তর্ভুক্ত জেলা গুলাের নাম লেখাে। bengali mideum​

Answers

Answered by panesarh989
2

Answer:

পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলা জুড়ে কর্মসূচি পালন করা হবে । এছাড়াও বর্ষব্যাপি কর্মসূচি পালন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পার্টি নেতৃত্ব জানিয়েছেন।

পার্টির জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য জানান, ১৭ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার সব এরিয়া কমিটি ও শাখা কমিটিগুলিতে সকালে পার্টির রক্ত পতাকা উত্তোলন করা হবে। শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হবে। এছাড়াও পার্টির শতবর্ষের ইতিহাস নিয়ে আলোচনা করা হবে। পার্টির জলপাইগুড়ি জেলা দপ্তরে সকাল সাড়ে দশটায় শতবর্ষ উদযাপনের কর্মসূচি পালন করা হবে । তিনি জানান, ১৭ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার সর্বত্র পার্টির নেতা কর্মীরা গণশক্তির অতিরিক্ত কাগজ বিক্রির কর্মসূচিতে অংশ নেবেন। ইতিমধ্যেই এই বিষয়ে জেলা জুড়েই প্রচার চালানো হচ্ছে। চলছে বৈঠকী সভাও ।

Answered by asingh90262
2

Answer:

I can't understand your language sorry dear ...........

Similar questions