India Languages, asked by prantikaghosh1977, 10 months ago

Bongobhumir proti poem summary by Michael madhusudan dutta in bengali .plz.....answer fast....immediately required

Answers

Answered by Anonymous
84

বঙ্গভূমির প্রতি কবিতার সারমর্ম হল নিম্নরূপ -

  • বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বঙ্গভূমির প্রতি' কবিতায় তাঁর দেশপ্রেমের কথা অমিত্রাক্ষর ছন্দের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এই কবিতাটি তিনি ইংল্যান্ডে যাওয়ার আগে রচনা করেছিলেন।
  • এই সম্পূর্ণ কবিতায় তিনি নিজেকে বঙ্গভূমির দাস বলে অভিহিত করেছেন বিনয় প্রকাশের জন্য এবং বঙ্গভূমিকে মা বলে অভিহিত করেছেন সম্মান প্রকাশের জন্য।
  • বঙ্গ মাতার নিজের অনিচ্ছাকৃত দোষের ক্ষমা চেয়ে তিনি দেশ ও দেশবাসীর প্রতি তাঁর অগাধ স্নেহ ও ভালোবাসা প্রকাশে করে গেছেন তাঁর এই কবিতায়।
Answered by shampadas558
1

Explanation:

নাহি খেদ তাহে, কবির কিসের খেদ থাকবে না

Similar questions