আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ছিলেন?
® মৌর্য যুগের ® গুপ্ত যুগের © পাল যুগের
Answers
Answered by
0
Via guru visa paddling
Answered by
1
আর্যভট্ট ও বরাহমিহির,গুপ্ত যুগের বিজ্ঞানী ছিলেন।
- অতীতকালে ভারতের বিজ্ঞান ক্ষেত্র এবং গণিত ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হয়েছে।
- বিশেষত,গুপ্ত যুগে বিজ্ঞানের বিশেষ প্রসার ঘটেছিলো আমাদের এই ভারতবর্ষে।
- আনুমানিক ৪০০ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে আর্যভট্ট এবং বরাহমিহিরের মতোন অতি জ্ঞানী এবং পারদর্শী বিজ্ঞানী তথা গণিতজ্ঞের আবির্ভাব হয়েছিলো।
- আর্যভট্ট এবং বরাহমিহিরের অবদান আমাদের বর্তমান বিজ্ঞান এবং গণিত ক্ষেত্রেও অনস্বীকার্য। প্রসঙ্গত উল্লেখ্য যে এই আর্যভট্টই শূন্য সংখ্যাটি আবিষ্কার করেন।
Similar questions