Geography, asked by ritabrata5, 8 months ago

c) সিয়াল ও সিমা কাকে বলে​

Answers

Answered by soniabhijitgupta
3

Explanation:

1 পৃথিবীর অভ‍্যন্তরে পদার্থ কি অবস্থায় আছে?

উত্তরঃ গলিত অবস্থায়।

2 পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিমি গর্ত খোঁড়া সম্ভব কি?

উত্তরঃ না, অসম্ভব।

3 নিফেসিমার প্রধান উপাদান কি?

উত্তরঃ নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেশিয়াম।

4 আপেলের কোন্ অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয় ?

উত্তরঃ শাঁস অংশ

5 আপেলের কোন্ অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়?

উত্তরঃ বীজ বা দানা অংশ।

6 পৃথিবীর কেন্দ্রের উয়তা কত ?

উত্তরঃ 5000℃

7 কেন্দ্রমণ্ডল স্তরটিকে কী বলা হয় ?

উত্তরঃ নিফে (Ni+Fe)

8 ভূগর্ভে কী হারে উয়তা বৃদ্ধি পায় ?

উত্তরঃ প্রতি 33 মিটার গভীরতায় 1℃

9 লেহম্যান বিযুক্তিরেখা কোন্ দুটি স্তরকে পৃথক করেছে ?

উত্তরঃ বহিঃকেন্দ্র মন্ডল ও অন্তঃকেন্দ্র মন্ডল।

10 গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে ?

উত্তরঃ গুটেনবার্গ বিযুক্তি রেখা।

11 কেন্দ্রস্থলের গড় ঘনত্ব কত ?

উত্তরঃ 9.1 = 13.1 গ্রাম/ঘনসেমি।

12 পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করেছে?

উত্তরঃ গুরুমণ্ডল।

13 পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে ?

উত্তরঃ 6,370কিমি গভীর।

14 কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূ – তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে ?

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।

15 Journey to the Centre of the Earth বইটি কার লেখা ?

উত্তরঃ জুল ভার্নের লেখা।

16 সিয়াল ও সিমার মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে ? অথবা , সিয়াল ও সিমা স্তরের মাঝে – গুটেনবার্গ / কনরাড / মােহ / লেম্যান বিযুক্তি রেখা দেখা যায় ।

উত্তরঃ কোনরাড বিযুক্তিরেখা।

17 ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে ?

উত্তরঃ রেপিত্তি বিযুক্তিরেখা।

18 আপেলের কোন অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয় ?

উত্তরঃ খোসা।

19 মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কী ?

উত্তরঃ সিমা।

20 ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোন্টা বেশি ভারী ?

উত্তরঃ ম্যাগনেশিয়াম।

21 পৃথিবীর গভীরতম খনি রবিনসন ডিপ – এর গভীরতা কত ?

উত্তরঃ 3-4 কিমি।

22 পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের গভীরতা কত ?

উত্তরঃ 12 কিমি।

23 পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত ?

উত্তরঃ রাশিয়ার কালো উপদ্বীপে।

24 কোন্ শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয় ?

উত্তরঃ গ্রানাইট।

25 ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কী বলা হয় ?

উত্তরঃ লাভা

26 পশ্চিমবঙ্গের কোথায় উয় প্রস্রবণ আছে ?

উত্তরঃ বক্রেশ্বরে।

27 পৃথিবীর ভিতরের তাপশক্তিকে কী বলে ?

উত্তরঃ ভূ-তাপশক্তি।

28 পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ?

উত্তরঃ 6,370 কিমি।

29 ভূত্বকের গড় গভীরতা কত ?

উত্তরঃ প্রায় 30 কিমি।

30 মহাদেশীয় ভূত্বকের অপর নাম কী ?

উত্তরঃ সিয়াল।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

MARK IT AS BRAINLIEST ANSWER

Answered by roopa2000
0

Answer:

এগুলো পৃথিবীর স্তর।

Explanation:

সিয়াল হল পৃথিবীর উপরের স্তর। এটি সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। সিমা হল পৃথিবীর নিচের স্তর। এটি ম্যাগনেসিয়াম এবং সিলিকা দিয়ে তৈরি।

  • সিয়াল সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। এটি উপরের স্তর যা পৃথিবীর ভূত্বকের উপর একটি বিচ্ছিন্ন আবরণ তৈরি করে এবং সমুদ্রের তলদেশে সম্পূর্ণ অনুপস্থিত। সিমা সিলিকন এবং ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত। এটি সিয়ালের নীচের দ্বিতীয় স্তর যা মহাসাগরের ভিত্তি তৈরি করে।
  • সিমা হল (স্থাপত্য) একটি ছাদের উল্টানো প্রান্ত যা একটি নর্দমা হিসাবে কাজ করে; একটি সাইমা বা সিমা হতে পারে (ভূতত্ত্ব) পৃথিবীর বাইরের ভূত্বকের নীচের স্তর যা সিয়ালের নীচে থাকে এবং সিলিকা, আয়রন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ।

Reference links

https://brainly.in/question/23729154

https://brainly.in/question/21212311

Similar questions
Math, 1 year ago