Physics, asked by janap8453, 5 hours ago

(ঘ) গ্যালিয়াম ৪. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলাে Ca, Zn, Fe, (H), Cu। তাহলে নীচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধঃক্ষেপ পড়বে?

Answers

Answered by rs1969140
0

Answer:

bznzjsnsbjejdn dbxjfn didkbdvxjdjdj

Answered by Manjula29
0

লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলাে Ca, Zn, Fe, (H), Cu।

 এক্ষেত্রে কপার - সালফেট এর দ্রবনে জিঙ্ক যোগ করলে  জিঙ্ক  এই দ্রবন থেকে  Cu কে displace করবে, কারন  জিঙ্ক কপার এর থেকে বেশি reactive. এবং কম সক্রিয় ধাতুর Cu এর অধঃক্ষেপ পড়বে।

CuSO4 (aq) + Zn (s) → Cu (s) + ZnSO4 (aq)

Similar questions