India Languages, asked by SwastikaMondal, 9 months ago

“এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়” –কার উক্তি ?কথন এই উক্তি করেন? এই রূপ
উক্তির কারণ আলােচনা কর।

Chapter- দেনা পাওনা |​

Answers

Answered by payalchatterje
1

Answer:

রায় বাহাদরে মহিষী পত্রবধ এর উক্তি l

উক্তি সময়:

বিশ হাজার এবং হাতে হাতে আদায়। রায় বাহাদরের মহিষী পত্রবধ, নিরপেমার মত্যু সংবাদ না জানিয়ে পুত্রকে এই প্রসঙ্গে এই কথাটি লিখেছিলেন।

এই রূপ উক্তির কারণ :

রায়বাহাদর মহিষী অতি হৃদয়হীনা শাশুড়ী। তাঁর কাছে পুত্রবধূর রপগণ বড় কথা নয়, বরপণের টাকার অঙ্কটাই বড়। অথ‘লালসা তাঁকে অমানবীতে পরিণত করেছিল। তাই তার কাছে পিতৃদণ্ড অথেই কন্যার যথার্থ মূল্য।

গল্পটি রচিত হয়েছে প্রায় শতবর্ষেরও পবে। তখনকার এ-রপ অমার্জনীয় জলন্ত সমস্যা লেখকের রচনা নৈপুণ্য এক অসাধারণ বাস্তব সমস্যার পরিণতি অঙ্কিত হয়েছে।

রামসুন্দরের একমাত্র কন্যা নিরুপমা এই গল্পের কেন্দ্রীয় করণ চরিত্র। পিতা তার আদরের কন্যার জন্য নিজের ভবিষ্যৎ অবস্থার কথা না ভেবে অভিজাত বংশে বিবাহ স্থির করে। কিন্তু তার এই আবেগমিশ্রিত সিদ্ধান্তই নিরপমার জীবনে উপস্থিত হলাে এক করুণ পরিণতি। রায়বাহাদুর উপাধিপ্রাপ্ত এক হৃদয়হীন নিষ্ঠর প্রকৃতির বশর এবং শাশুড়ি নিরপমাকে সংসারে অনাদরে গঞ্জনা-লাঞ্ছনার মাধ্যমে নিষ্পেষিত করতে শুরু করে। এর কারণ পিতা বিবাহের সময় পণের টাকা সপণ দিনে অক্ষমতা প্রকাশ করে।নিরপেমার এই যন্ত্রণা ভােগ যেন শ্বশুর বাড়িটি তার নিকট শরশয্যা মতাে হয়ে দাঁড়াল, প্রতিদিন অনবরত অপমান, অনাদর—এমন কি পিতৃগহের সঙ্গে সম্পক ছেদে নিরুপমা নিজেকে একেবারে অসহায় বােধ করল। পণের টাকা শােধ না করতে পারায় অনুশােচনা ও লজ্জায় পিতা কন্যার সাথে দেখা করতে পারে না। ছেলেদের বঞ্চিত করে পিতা রামসুন্দর বাড়ি বিক্রয় করে কন্যার বিয়ের পণের টাকা শোধ করতে চাইছে শুনে নিরুপমা তীব্র প্রতিবাদ করে পিতাকে ফিরিয়ে দেয়।এ-প্রসঙ্গ অবগত হয়ে অগ্নিমতি শাশুড়ি ক্ষিপ্ত হয়ে নিরুপমার প্রতি চরম নিষ্ঠুর হয়ে উঠে। এরপ মানসিক অত্যাচার, অসম্মান, অবহেলায় ঘৃণিত জীবন অতিবাহিত করতে হয় নিরুপমাকে। তার উপর নিরুপমার স্বামীর কর্ম উপলক্ষ্যে অন্যত্র থাকায় শাশুড়ি নিবিচারে অকথ্য অত্যাচার ত্রিগুণ থেকে বৃদ্ধি করে চতুগুণে পোঁছায়। অবশেষে নিরুপমার জীবন নিরুৎসাহিত হয়ে যায়। তাই নিজের স্বাস্থ্যের প্রতি কোন যত্ন গ্রহণ করা বা উহার প্রতিকার করা সম্ভব হয় নি। ভাবেই নিরুপমা সামান্য অসুখ থেকেই মত্যুমুখে অগ্রসর হয়। তার শ্বশুর-শাশুড়ি নিরুপমার চিকিৎসার জন্য বিন্দুমাত্র আগ্রহ বােধ করে নি। অবশেষে নিষ্ঠুর পণ প্ৰথার অপঘাতে নিরপমার মত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুর জন্য যে পণ প্রথাই একমার দায় রবীন্দ্রনাথ এ-গপের মাধ্যমে সেই চিত্রই আমাদের সামনে তুলে ধরেছেন।

এটি একটি বাংলা প্রশ্ন l

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions