creative বাংলা কবিতা ৷(Those who will write a creative bangla poem perfectly or best they will be marked as a brainlist.
Answers
সূর্য
আমি কল্পনার ঐ আকাশে সূর্য
জীবনের অন্ধকার স্রোতকে করি আলোকিত
যেখানে গোপন অন্ধকার সারা দেয়না
বারবার সেখানে আলো করি সঞ্চার
তবে জীবনের ও কালের সীমা
পেরিয়ে নীল ঐ আকাশের বুকে
কখন যে নেমে আসবে অন্ধকার
তা বুঝতে আমার আলো শেষ
হবে না কখনও তা আমার জানা
তবে কাল কখনো কল্পনা মানে না
মানে না নিছক বিস্তৃত ঐ মায়াজাল
তবে আমি তো সূর্য পারব
যেখানে যেখানে অন্ধকার আসে নেমে
সেখানে সেখানে আলো করিব সঞ্চার।
Explanation:
*............ অবশ্যই বলবেন............
যে কোনও জিনিস যে কখনও মাথায় আসে
সে অবশ্যই বলবে
সময়ের জন্য অপেক্ষা করবেন না
অহংকার.
বাবা যখন কিছু
হৃদয় স্পর্শ
তাই গিয়ে আলিঙ্গন করুন তাদের
আরোহণ করতে হবে ।
যে কোনও জিনিস যে কখনও মাথায় আসে
সে অবশ্যই বলবে
তৈরি করুন যখন আম্মু কিছু আপনার মন
কম্পিত হাত
অবশ্যই চুম্বন করতে হবে ।
যে কোনও জিনিস যে কখনও মাথায় আসে
সে অবশ্যই বলবে
যখন জুকার হুকে বিবি
নিজেকে ভুলিয়ে
হোম স্যাংভারতি
এত ধীরে তার কানে
অবশ্যই বলতে হবে "টকটকে"
যে কোনও জিনিস যে কখনও মাথায় আসে
সে অবশ্যই বলবে
পৃথিবীতে আসা
যখনই
স্বচ্ছন্দ মুহূর্তের সঙ্গে
পাস করতে হবে ।
যে কোনও জিনিস যে কখনও মাথায় আসে
সে অবশ্যই বলবে
শিশুদের চিন্তা দ্বারা আলিঙ্গন
তারপর যখন
আমি খুব ব্যস্ত
তারা অবশ্যই বলবে ।
যে কোনও জিনিস যে কখনও মাথায় আসে
সে অবশ্যই বলবে
শিকড় কতটা গভীর
সম্পর্কের বুকে
সাফল্যলাভ করার সময়
ইজহর গোসল অবশ্যই
কি কখনো এসেছে......
কোন ট্রাস্ট সময়
যখন কেউ বাইরে চলে যায়
সুলক
কাউকে হৃদয় বা বিশ্বকে হস্তান্তর
এর আগে হৃদয়
.
সময়ের জন্য অপেক্ষা করবেন না
অহংকার
কি কখনো মনে আসে
তাকে বলতে কিছু