Discuss the Location, topography and climate of the Thar Desert.
Answers
Answered by
0
Answer:
ভারতের রাজস্থান গুজরাট এবং হরিয়ানার কিছু অংশ নিয়ে তার মরুভূমি অবস্থিত| ভারতের থর মরুভূমির ভূপ্রকৃতি ভূপ্রকৃতি শুধু বালি আর বালি দিয়ে গঠিত এবং কোথাও অনুচ্চ টিলা দেখা যায় এবং এখানে কিছু লবণাক্ত জলের হ্রদ দেখা যায়| রাজস্থানের থর মরুভূমিতে জলবায়ু অত্যন্ত উষ্ণ প্রকৃতির এবং দিন ও রাতের মধ্যে তাপমাত্রার উষ্ণতার প্রসর খুব বেশি দেখা যায়| এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সিমির কম| এখানে মাঝেমধ্যে গ্রীষ্মকালে ধূলিঝড় দেখা যায় যেটা আধি নামে পরিচিত|
Similar questions