India Languages, asked by khatunyesmina94, 1 month ago

DO|S || S] ৩. কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও:- ৩.১ 'আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে'- প্রসঙ্গসহ 'চতুরঙ্গ' ব্যাপারটি বুঝিয়ে দাও।​

Answers

Answered by XIAGR
1

Answer:

আমরা মুক্তবেণীর গঙ্গা যেখায় মুক্তি বিতরে রঙ্গে আমরা বাঙ্গালী বাস করি সেই তীর্থে—বরদ বঙ্গে ;— বাম হাতে যার কম্লার ফুল, ডাহিনে মধুক-মালা, ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভুবন আলী, কোল-ভরা বার কনক ধান্ত, বুকভরা যার স্নেহ, চরণে পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ, সাগর বাহার বন্দন। রচে শত তরঙ্গ ভঙ্গে,— আমরা বাঙ্গালী বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে । বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরি মাথায় নাচি । আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশাননজরী বামচক্সের প্রপিতামহের সঙ্গে । আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্য্যের পরিচয় । এক হাতে মোরা মগেরে রুপেছি, মোগলেরে আর হাতে, চাদ-প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লীনাথে । জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাখ্যকার এই বাঙলার মাটিতে গাথিল স্থত্রে হীরক-হার । বাঙালী অতীশ লঙ্ঘিল গিরি তুলারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দীপ তিববতে বাঙালী দীপঙ্কর । কিশোর বয়সে পক্ষধরের পক্ষশাতন করি’ বাঙালীর ছেলে ফিরে এল দেশে বশের মুকুট পরি’ । বাঙলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে মুরক্তি সঙস্কৃতের কাঞ্চন-কোকনদে ।

I hope it will be helpful for you.

If it's helpful for you then you can mark me as Brainlist.

Thank you.

Similar questions