Duti paraspar moulik sonkha lasagur koto
Answers
Answered by
5
ল, সা, গু, এবং গ, সা, গু,
প্রশ্ন:
- দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল, সা, গু, = ?
উত্তর:
- দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল, সা, গু, = সংখ্যাদুটির গুণফল।
ব্যাখ্যা:
- যখন দুটি সংখ্যার গ, সা, গু, = ১ হবে, তখন ওই সংখ্যাদুটি পরস্পর মৌলিক।
- এ থেকে এটা বোঝা যাচ্ছে যে পরস্পর মৌলিক সংখ্যাদুটির ১ ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই।
- সুতরাং যখন আমরা দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল, সা, গু, নির্ণয় করব, তখন ওই দুটি সংখ্যার গুনফল বের করলেই হবে।
Similar questions