বাংলা : চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সােডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন?
English : Aqueous solutions of sugar cannot conduct electricity, but why can aqueous solutions of sodium chloride?
Answers
Answer:
চিনি যেহেতু সমযোজী যৌগ তাই জলে দ্রবীভূত হলে চিনি অনু-পরমাণু তে ভেঙে যায় । অণু- পরমাণু তড়িৎ এর সুপরিবাহী নয় তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না।অপরদিকে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড যেহেতু তড়িৎযোজী যৌগ তাই জলে দ্রবীভূত হলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ও ক্লোরিন আয়নে ভেঙে যায় । এই আয়ন গুলি তড়িৎ পরিবহনে সাহায্য করে।
তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ এর সুপরিবাহী নয় বরং সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ তড়িৎ এর সুপরিবাহী।
উত্তর ভালো লাগলে Brainliest mark দিয়ে যাবে।
জলীয় দ্রবণে নুন বা সোডিয়াম ক্লোরাইডের প্রায় সব অনু বিয়োজিত হয়ে Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে, তড়িৎ প্রবাহ পাঠালে এই আয়ন গুলি দ্রবণে তড়িৎ পরিবহন করে, তাই নুন এর জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য
চিনির জলীয় দ্রবণে অনুগুলির বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন হয় না, তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না বা তড়িৎ বিশ্লেষ্য নয়