Computer Science, asked by Harjashan759, 11 months ago

Essay about cancer disease in Bengali

Answers

Answered by akshayappib
0

Answer:

sorry in our key board Thier is no Bengali letters

Answered by Anonymous
1

ক্যান্সার রোগ :

__________

• ভূমিকা : আধুনিক মনুষ্যসমাজে মানুষের অন্যতম ভয়ঙ্কর শত্রু হলো বিভিন্ন রকমের শারীরিক রোগ এবং এই সকল মারণ-রোগের মধ্যে ক্যান্সার বা কর্কট রোগ হল অন্যতম দুরূহ রোগের মধ্যে একটি।

• রোগের কারণ : মানবদেহে ক্যান্সার দুই রকম ভাবে হতে পারে, প্রথমত মানবদেহে ক্যান্সার অনেক সময় বংশপরম্পরায় বাহিত হয় অথবা পারিপার্শ্বিক পরিবেশের বিভিন্ন কারণে অনেক সময় দেহে ক্যান্সারের আবির্ভাব দেখা যায়।

• রোগের ফলাফল : এই রোগের ফলে মানবদেহ অত্যন্ত রকম দুর্বল হয়ে পড়ে এবং ক্যান্সার সংক্রমণের জন্য অন্যান্য শারীরিক অসুবিধা দেখা দেয়। ক্যান্সারের পরিমাণ অত্যন্তরকম বেশি হলে ঘনিয়ে আসে অকালমৃত্যু।

• রোগের চিকিৎসা : কয়েক শতক আগে অব্ধি ক্যান্সার বা কর্কট রোগের চিকিৎসা মানুষের জানা ছিল না। তবে এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা, বিভিন্ন রকমের ওষুধ এবং কেমোথেরাপির মাধ্যমে, অতি সহজেই ক্যান্সারকে সারিয়ে তোলা সম্ভব হচ্ছে।

• উপসংহার : এই ক্যান্সার অত্যন্ত কষ্টদায়ক রোগ এবং এর চিকিৎসা খরচ প্রচুর। তাই আমাদের সকলের উচিত সুস্থ শরীর রাখার যাতে আমাদের কাউকেই এই রোগের কবলে না পড়তে হয়।

Similar questions