Computer Science, asked by tanubhavna2290, 9 months ago

Hibiscus essay in Bengali language

Answers

Answered by shardulkailash
0

Explanation:

Hibiscus[2][3] is a genus of flowering plants in the mallow family, Malvaceae. The genus is quite large, comprising several hundred species that are native to warm temperate, subtropical and tropical regions throughout the world. Member species are renowned for their large, showy flowers and those species are commonly known simply as "hibiscus", or less widely known as rose mallow. Other names include hardy hibiscus, rose of sharon, and tropical hibiscus.

Answered by Anonymous
2

জবা ফুল :

________

• ভূমিকা : ভারতবর্ষে সারা বছর ধরে বিভিন্ন রকমের ফুলের চাষ করা হয়ে থাকে এবং এইসকল চাষ করা ফুলের মধ্যে জবা ফুল অন্যতম প্রধান ফুল (বিশেষত উত্তর ভারতীয় অঞ্চলে)।

• বিবরণ : যদিও বিভিন্ন রঙের জবা ফুল চাষ করা হয়ে থাকে তবুও লাল রঙের জবা ফুলের প্রচলন সবথেকে বেশি। জবা ফুলের বিশেষ আকৃতির পাপড়ি এবং বিশেষ আকৃতির গর্ভকেশর জবা ফুলকে সহজেই চিহ্নিত করতে সাহায্য করে। প্রসঙ্গত উল্লেখ্য যে জবাফুল গ্রীষ্মকালে সবথেকে বেশি চাষ করা হয়ে থাকে এবং শীতকালে এর চাষ প্রায় নগণ্য।

• ব্যবহার : লাল রঙের জবা ফুল প্রধানত কালীপুজোর কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এছাড়াও জবা ফুলের বিভিন্ন রকমের ঔষধি গুণও রয়েছে।

• উপসংহার : জবা ফুল হলো ভারতবর্ষের অন্যতম একটি সেরা প্রাকৃতিক সম্পদ এবং তাই আমাদের সকলের উচিত এই ফুলকে সমাদর করা।

Similar questions