ESSAY ON DOWEY SYSTEM...TO BE WRITTEN IN BENGALI
Answers
Answer:
MARK the answer AS BRAINLIEST
Answer:
পণপ্রথা যে অপরাধ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে, এ অভিশাপ শুধু ব্যক্তি বা পরিবার-বিশেষের নয়। এ অভিশাপ সমাজ-কাঠামোরও। সে কাঠামো ভাবতে শেখায়, পণ না-নিলে ‘স্টেটাস’ কমে যায়।
পণপ্রথা যে অপরাধ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে, এ অভিশাপ শুধু ব্যক্তি বা পরিবার-বিশেষের নয়। এ অভিশাপ সমাজ-কাঠামোরও। সে কাঠামো ভাবতে শেখায়, পণ না-নিলে ‘স্টেটাস’ কমে যায়।পা র্থিব বস্তুর দাবি না-মেটানোয় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ! গ্রাম নয়, শহর কলকাতার ঘটনা।
পণপ্রথা যে অপরাধ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে, এ অভিশাপ শুধু ব্যক্তি বা পরিবার-বিশেষের নয়। এ অভিশাপ সমাজ-কাঠামোরও। সে কাঠামো ভাবতে শেখায়, পণ না-নিলে ‘স্টেটাস’ কমে যায়।পা র্থিব বস্তুর দাবি না-মেটানোয় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ! গ্রাম নয়, শহর কলকাতার ঘটনা।খাট-আংটি-টাকা না-পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কোন সাংস্কৃতিক ঐতিহ্যের দাবিদার এই রাজ্য ! ঘটনা এটাই, এখনও বহু পরিবারে অলক্ষ্য খাপ পঞ্চায়েত বহাল তবিয়তে বিরাজমান ! পণের দাবিতে গৃহবধূর উপর অত্যাচার বা খুনের ঘটনা যে শুধু পিছিয়ে থাকা নিম্নবিত্ত পরিবারেই ঘটে, তা নয়। মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত, উচ্চবিত্ত পরিবারও একই অসুখে সংক্রমিত। এ দেশে পুরুষ এখনও অর্থকরী বিষয়। এখনও পণের টাকায় পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করায় বিশ্বাসী অনেকে। পণ নেওয়াকে পাত্রপক্ষের ‘অধিকার’ বলেও বিশ্বাস করে বহু পরিবার।