Hindi, asked by Aryanjohan, 2 months ago

টুন আমার দিকে তাকালো আর সিড়ির নিচতলায় ও একটি নৌকা ভাড়া নিয়ে বসবাস করছেন অর্থ আয় জওয়ান করে দিয়া ""fkznuktfer"""হয় এ ছাড়া আর কিছুই না?????​

Answers

Answered by meenakshiyadav312
0

Answer:

এক দিকে কামিনীর ডালে

মাকড়সা শিশিরের ঝালর দুলিয়েছে,

আর-এক দিকে বাগানে রাস্তার ধারে

লাল-মাটির-কণা-ছড়ানো

পিঁপড়ের বাসা।

যাই আসি তারি মাঝখান দিয়ে

সকালে বিকালে।

আনমনে দেখি শিউলিগাছে কুঁড়ি ধরেছে,

টগর গেছে ফুলে ছেয়ে।

বিশ্বের মাঝে মানুষের সংসারটুকু

দেখতে ছোটো, তবু ছোটো তো নয়।

তেমনি ওই কীটের সংসার।

ভালো করে চোখে পড়ে না,

তবু সমস্ত সৃষ্টির কেন্দ্রে আছে ওরা।

কত যুগ থেকে অনেক ভাবনা ওদের,

অনেক সমস্যা, অনেক প্রয়োজন--

অনেক দীর্ঘ ইতিহাস।

দিনের পর দিন, রাতের পর রাত

চলেছে প্রাণশক্তির দুর্বার আগ্রহ।

মাঝখান দিয়ে যাই আসি,

শব্দ শুনি নে ওদের চিরপ্রবাহিত

চৈতন্যধারার--

ওদের ক্ষুধাপিপাসা-জন্মমৃত্যুর।

গুন গুন সুরে আধখানা গানের

জোড় মেলাতে খুঁজে বেড়াই

বাকি আধখানা পদ,

এই অকারণ অদ্ভুত খোঁজের কোনো অর্থ নেই

ওই মাকড়সার বিশ্বচরাচরে,

ওই পিঁপড়ে-সমাজে।

ওদের নীরব নিখিলে এখনি উঠছে কি

স্পর্শে স্পর্শে সুর, ঘ্রাণে ঘ্রাণে সংগীত,

মুখে মুখে অশ্রুত আলাপ,

চলায় চলায় অব্যক্ত বেদনা।

আমি মানুষ--

মনে জানি সমস্ত জগতে আমার প্রবেশ,

গ্রহনক্ষত্রে ধূমকেতুতে

আমার বাধা যায় খুলে খুলে।

কিন্তু ওই মাকড়সার জগৎ বদ্ধ রইল চিরকাল

আমার কাছে,

ওই পিঁপড়ের অন্তরের যবনিকা

পড়ে রইল চিরদিন আমার সামনে

আমার সুখে দুঃখে ক্ষুব্ধ

সংসারের ধারেই।

ওদের ক্ষুদ্র অসীমের বাইরের পথে

আসি যাই সকালে বিকালে--

দেখি, শিউলিগাছে কুঁড়ি ধরছে,

টগর গেছে ফুলে ছেয়ে।

Similar questions