সৃজনশীল প্রশ্ন =>
‘জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি;
এক পৃথিবীর স্তন্যে লালিত
একই রবি শশী মােদের সাথি।
বাহিরের ছােপ আঁচড়ে সে লােপ
ভিতরের রং পলকে ফোটে
বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র
কৃত্রিম ভেদ ধুলায় ললাটে।
Question:-
ঘ. উদ্দীপক ও ‘মানবধর্ম' কবিতায় যে-ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরােপ করা হয়েছে তা মূল্যায়ন কর।
Answers
উদ্দীপক ও 'মানব ধর্ম' কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, তা হলো মানব ধর্ম।উদ্দীপকে সারা পৃথিবীর মানুষকে এক জাতি বলা হয়েছে, প্রকৃতির দান সবাই সমভাবে ভোগ করছে বলে। আর মানুষ ধর্ম ও সম্প্রদায়গত যে বিভেদ সৃষ্টি করেছে, তা শরীরে প্রবহমান লাল রক্ত ধারাই দূরীভূত করে।'মানব ধর্ম' কবিতার কবি লালন শাহ্ও উদ্দীপকের কবির মতো মানুষের সৃষ্ট এই জাত-ধর্মের পার্থক্যে বিশ্বাসী নন। ধর্ম ও বর্ণগত বাহ্যিক পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই মানুষের কাছে বড় হওয়া উচিত বলে তিনি মনে করেন। কারণ, জন্ম বা মৃত্যুকালে ধর্মের প্রতীক হিসেবে কেউ জপমালা বা তস্বি অঙ্গে ধারণ করে না। একই জল যে পাত্রে রাখা যায়, সেই পাত্রের নাম ধারণ করে। তাই সারা পৃথিবীতে জাত ধর্ম নিয়ে লোকে যেখানে সেখানে গৌরব করে বেড়ালেও লালন তা স্বীকার করেন না। তাঁর মতে, মানুষের সবচেয়ে বড় ধর্ম হওয়া উচিত মানব ধর্ম।
আশা করি এটি তোমার কাজে লাগবে।