Biology, asked by Sina99, 1 year ago

Hey mates!❤❤❤Here is my question.Plzz do this for me -Describe about Python snake in bengali language as soon as possible......

Answers

Answered by deekshith3030
0



সাপ  Reptilia শ্রেণীর Serpentes বর্গের অন্তর্ভুক্ত লম্বা বেলনাকার পা-হীন মেরুদন্ডী প্রাণী। এদের দেহ অাঁশ দ্বারা আবৃত, দেহে স্কন্ধবেষ্টনী ও উপাঙ্গ নেই। অবশ্য অজগরজাতীয় সাপের কোন কোন প্রজাতির দেহে শ্রোণিচক্রের অবশেষ ও পশ্চাৎপদের কিছু চিহ্ন এখনও রয়েছে। সাপ মাটিতে, মাটির নিচে গর্তে বা সুড়ঙ্গে, গাছে ও পানিতে থাকতে পারে। প্রায় সব সাপ সাঁতার কাটতে পারে। কালনাগিনী সাপ (Chrysopelea ornata) গাছের উঁচু ডাল থেকে নিচের ডালে গড়িয়ে পড়তে পারে।

সাপ বছরে কয়েকবার খোলস বদলায়। এদের কশেরুকার সংখ্যা সর্বাধিক ১০০ থেকে ৪০০। সাপের কোন বহিঃকর্ণ নেই, যেজন্য বায়ুবাহিত শব্দ নিখুঁতভাবে গ্রহণ করতে পারে না। তবে মাটি বা অন্য যে মাধ্যমে এরা থাকে তা থেকে শব্দ তরঙ্গ নিচের চোয়াল ও কোয়াড্রেট অস্থির মাধ্যমে অন্তঃকর্ণ গ্রহণ করতে পারে। সাপের কান ও চোখের পাতা নেই। চোয়ালের দুই অংশের হাড় নমনীয় অস্থিবন্ধনী দিয়ে যুক্ত থাকায় শিকার গেলার সময় চোয়ালের প্রতি অর্ধাংশ স্বাধীনভাবে কাজ করতে পারে।

সাপ অনুষ্ণশোণিত (poikilothermic) প্রাণী, কারণ সাপের তিন প্রকোষ্ঠীয় হূৎপিন্ডে অক্সিজেনযুক্ত রক্ত ও অক্সিজেনবিহীন রক্তের আংশিক মিশ্রণ ঘটে, ফলে ধমনিসমূহ মিশ্ররক্ত বহন করায় তা দেহের তাপমাত্রা স্থির রাখার মতো শক্তি যোগাতে পারে না। সাপের জিভের আগা দ্বিধাবিভক্ত। চোয়ালের বিশেষ একটি ছিদ্র দিয়ে, এমনকি মুখ বন্ধ থাকলেও, সাপ জিহবাকে ভিতরে-বাইরে আনা-নেওয়া করতে পারে। উপরের চোয়ালের দুই পাশে জ্যাকবসনস প্রত্যঙ্গ (Jacobson’s organ) থাকে। জিহবাকে মুখের ভিতরে ঢুকালে আগাগুলি স্বয়ংক্রিয়ভাবে জ্যাকবসনস প্রত্যঙ্গ স্পর্শ করে, যেখান থেকে রাসায়নিক সংকেত পায়। জ্যাকবসনস প্রত্যঙ্গের সুষ্ঠু ব্যবহার এবং জিহবা ভিতর-বাহির করার মাধ্যমে বায়ু ও মাটি থেকে সংগৃহীত তথ্য সাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপের জিহবা কার্যত শোনার অক্ষমতা ও ক্ষীণ দৃষ্টিশক্তির ঘাটতি মেটায়।






Sina99: Thank u sooo much
deekshith3030: its ok you always welcome
Sina99: Hmm
deekshith3030: please mark as a brainliest
Similar questions