Geography, asked by khusie06, 5 months ago

ভূগোলকে কেন সংশ্লেষিত বিষয় বলা হয়?
higher secondary class questions​

Answers

Answered by taposidas10
22

Answer:

ভূগোল শাস্ত্র কোণো একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠেনি ভূগোলের আলোচনার ক্ষেত্র তথা বিভিন্ন শাখাপ্রশাখার উত্ত্স ও বিস্তার পর্যালোচনা করলে দেখা যায় , ভূগোলে ভূতত্ত্ব , পদার্থবিদ্যা, উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞান এবং জোতির্বিদা এই চারটি প্রাকৃতিক বিজ্ঞান এবং রাশিবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব,নৃতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং জনসংখ্যাবিদ্যা এই আটটি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় ঘটেছে । এ জন্য ই ভূগোলকে একটি সংশ্লেষিত বিষয় বলা হয় ।

Similar questions