Geography, asked by singhvikas3731, 1 year ago

How to remove global warming in Bengali and point wise

Answers

Answered by OindrilaS
1

Answer:

green house gases like co2 komate hobe.

gach lagate hobe.

gach kata bondho korte hobe.

carbon tax lagate parle bhalo.

cfc use kora bondho korte hobe.

Answered by lisa102
1

Answer:

To remove global warming : -

  1. মানুষকে সচেতন হতে হবে।
  2. গাড়ি , কারখানার ধোঁয়া ইত্যাদির ব্যবহার কমাতে সবে।
  3. সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার কমাতে হবে।
  4. জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ।
  5. Greenhouse থেকে বেড় হওয়া CO² গ্যাস কমানোর চেষ্টা করতে হবে।

Explanation:

Global Warming :-

Global warming হলো জলবায়ু পরিবর্তনের একটি বিশেষ ঘটনা। সাধারনত সময় বা কারন নিরুপক্ষে হলেও বৈশ্বিক উষনায়ন বলতে মূলত ইদানীং কালের উষ্ণতা বৃদ্ধিকেই নির্দেশ করা হয় এবং একটি মানুষের কার্যক্রমের প্রভাবে ঘটছে। UNFCCC বৈশ্বিক উষনায়নকে মানুষের কারনে সৃষ্ট, আর জলবায়ুর পরিবর্তন বোঝাতে ব্যবহার করে। কিছু কিছু সংগঠন মানুষের কারনে পরিবর্তনসমূহকে মনুষ্যসৃষ্ট (anthropogenic) জলবায়ুর পরিবর্তন বলে।

greenhouse effect :-

Greenhouse প্রতিক্রিয়া হছে এমন একটি প্রক্রিয়া যায় দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমন্ডলীয় Greenhouse গ্যাস সমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমন্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই Greenhouse তৈরি করে উদ্ভিদ উৎপাদিত করার পদ্ধতি অনুসরণ এই পক্রিয়া নামকরন করা হয়। তার ফলে C0² ও অন্যান্য গ্যাস উৎপন্ন হয়। তাই আমাদের এটা কমানোর ব্যবস্থা করতে হবে।

Similar questions