Computer Science, asked by Krutik585, 11 months ago

How to save Ganga pollution essay in Bengali?

Answers

Answered by omsamarth4315
2

Answer:

refer the ganga action plan.......

Answered by Anonymous
0

গঙ্গাদূষণ প্রতিকার :

______________

• ভূমিকা : ভারতবর্ষের অন্যতম একটি প্রধান নদী হল গঙ্গা এবং গঙ্গা নদীর উপর প্রচুর মানুষের জীবনযাত্রা সম্বলিত হয়ে আছে।কিন্তু বর্তমানে ব্যাপক হারে জলদূষণের জন্য গঙ্গার জল অত্যন্ত দূষিত হয়ে পড়ছে এবং তার ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। তাই এর প্রতিকার খুবই প্রয়োজনীয়।

• গঙ্গা দূষণের কারণ :

- গঙ্গার জলে মানুষ এবং গৃহপালিত পশুর স্নান।

- গঙ্গার জলে নর্দমার নোংরা জল এবং অন্যান্য আবর্জনা ফেলে দেওয়া।

- দৈনন্দিন হারে পলিমাটির স্তরবৃদ্ধি।

• দূষণ প্রতিকারের উপায় :

- নদীর জল নিয়মিতভাবে পলিমুক্ত করা।

- আবর্জনা এবং নোংরা জল ফেলার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা।

- এবং সর্বোপরি নিয়মিতভাবে নদীর জলকে পরিশোধন করা।

• উপসংহার : গঙ্গা আমাদের দেশে ধার্মিক এবং প্রাকৃতিক কারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকলের উচিত দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা।

Similar questions