India Languages, asked by shaurya5328, 11 months ago

How we can make our India clean and green a short speech on it in Bengali?

Answers

Answered by Anonymous
0

ভারতকে পরিষ্কার ও সবুজ করে তোলার পদ্ধতি :

__________________________________

- উপস্থিত ভাই ও বোনেরা আজ আমরা এই সভায় উপস্থিত হয়েছি আমাদের প্রিয় দেশ ভারতকে কিভাবে পরিষ্কার ও সবুজ করে তোলা যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্য। তাই বেশি বাক্যব্যয় না করে শুরু করছি আমার এই বক্তৃতা।

- বর্তমান সময়ে আধুনিকতা প্রসারের জন্য আমাদের ভারত দূষণের কবলে পড়ে অপরিষ্কার হয়ে পড়ছে এবং হারিয়ে ফেলেছে তার শ্যামলিমা।

- এইভাবে চলতে থাকলে আমাদের ভারত খুবই তাড়াতাড়ি বসবাস করার জন্য অযোগ্য হয়ে পড়বে।

- তাই আমাদের সকলের উচিত আমাদের ভারতকে পরিষ্কার এবং সবুজ করে তোলা।

- পরিষ্কার করার পদ্ধতি :

১) নিজেদের আশেপাশের পরিবেশ নিজেদের উদ্যোগেই পরিষ্কার করে ফেলা।

২) আবর্জনা ইত্যাদি নির্দিষ্ট স্থানে নিয়মিত ফেলে দেওয়া।

৩) আমাদের আশেপাশে নালিকা প্রণালী ব্যবস্থাকে পরিষ্কার এবং ব্যবহার যোগ্য করে তোলা যাতে নালিকা আবর্জনা পদার্থ জমা না হয়।

- সবুজ করার পদ্ধতি :

১) নিজেদের আশেপাশে পরিবেশে নিজেদের উদ্যোগে বৃক্ষরোপণ করা।

২) বৃক্ষচ্ছেদন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া।

- এই বলে আজ আমি আমার এই বক্তৃতা শেষ করলাম।

Similar questions