Speech on old age homes in Bengali
Answers
Answer:
Don't know bengali bro so sorry about it.
বৃদ্ধাশ্রম :
________
- উপস্থিত ভাই ও বোনেরা আজ আমরা এই সভায় সমবেত হয়েছি বৃদ্ধাশ্রমের ব্যাপারে আলোচনা করার জন্য। তাই বিনা বাক্যব্যয়ে শুরু করছি আমার আজকের এই বক্তৃতা।
- আমরা সবাই জানি বয়স্ক ব্যক্তিদের থাকা-খাওয়ার ব্যবস্থার জন্য যে হোমগুলি তৈরি হয়েছে সেগুলিই আজকাল বৃদ্ধাশ্রম নামে পরিচিত।
- এই বৃদ্ধাশ্রম আমাদের সমাজের প্রয়োজনীয় জিনিস আবার বর্তমান সময়ে একটি কলঙ্কও বটে।
- বৃদ্ধাশ্রম প্রয়োজনীয় অনেকসময় অনেক শারীরিকভাবে অক্ষম বৃদ্ধ মহিলা পুরুষের দেখভাল করার মতো কোনো আত্মীয়-স্বজন সত্যিই থাকে না, তাই সেইসব বৃদ্ধ বৃদ্ধার দেখভালের জন্য বৃদ্ধাশ্রম একান্ত প্রয়োজনীয়।
- আবার আজকাল অনেক ছেলমেয়েই তার বুড়ো মা বাবার দায়িত্ব নিতে চায় না বলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। ব্যাপারটি ক্রমশ বেড়ে চলছে এবং এটি অত্যন্ত একটি লজ্জাজনক বিষয়। এর ফলে মা বাবার প্রতি ছেলে মেয়ের কর্তব্যপরায়ণতা দিন দিন লোপ পাচ্ছে।
- তাই আমাদের সকলের উচিৎ আমাদের বিবেক জাগ্রত করার যাতে ভবিষ্যতে বৃদ্ধাশ্রম একটি বিকল্প হয় নাকি একটি আবশ্যিক জিনিস।
- এই বলে আমার এই বক্তৃতা আজ এখানেই শেষ করলাম।