India Languages, asked by shrey7377, 11 months ago

Bengali speech on greenery

Answers

Answered by abdus5984
0

Answer:

the bengali speech on greenery

I don't know bengali bro.

Answered by Anonymous
0

শ্যামলিমা :

_________

- উপস্থিত ভাই ও বোনেরা আজ আমরা এই পরিবেশ সভায় সমবেত হয়েছি আমাদের পরিবেশে শ্যামলিমার প্রয়োজনীয়তা এবং তার গুরুত্বকে নিয়ে আলোচনা করার জন্য। তাই বেশি বাক্যব্যয় না করে শুরু করছি আমার এই বক্তৃতা।

- আমরা সকলেই জানি যে সবুজ গাছপালা আমাদের পরিবেশের এক অন্যতম অপরিহার্য অংশ কারণ ফুল ফল থেকে শুরু করে শ্বসনকার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সবই আমরা পেয়ে থাকি এই সবুজ গাছপালাদের জন্য।

- কিন্তু খুবই দুঃখের বিষয়,যে কংক্রিটের জঙ্গলকে বাড়ানোর জন্য আমরা ক্রমেই সবুজ জঙ্গলকে ধ্বংস করে ফেলছি এবং এই পৃথিবীর বুক থেকে কমে যাচ্ছে শ্যামলিমা।

- এই সবুজের ধ্বংসলীলা এইভাবে চলতে থাকলে পৃথিবী থেকে মুছে যাবে প্রাণের চিহ্ন এবং নিশ্চিহ্ন হবে মনুষ্যজাতি।

- তাই আজ চলুন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই আমাদের পরিবেশের শ্যামলিমাকে পুনরায় সজীবিত করে তোলার জন্য,যাতে একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী আমাদের ভবিষ্যত প্রজন্মকে উপহার দেওয়া যায়।

- এই বলে আজ আমি আমার এই বক্তৃতা শেষ করলাম।

Similar questions