The educational importance of speech in Bengali
Answers
Answer:
I don't know bengali bro because it was in west Bengal.
বক্তৃতার শিক্ষাগত গুরুত্ব :
___________________
- সংজ্ঞা :
একদল মানুষের সামনে কোন একটি নির্দিষ্ট বিষয়ে যুক্তি সহকারে নিজস্ব বক্তব্য পেশ করার পদ্ধতিকে বক্তৃতা বলা হয়ে থাকে।
- বক্তৃতার বিভিন্ন অঙ্গ :
১) বয়ান : বক্তৃতার প্রধান বক্তব্যকে বয়ান বলা হয় এবং এই বয়ানই হলো একটি বক্তৃতার প্রধান প্রাণকেন্দ্র। তাই কোন বক্তৃতা দেওয়ার আগে বয়ানের একটি খসড়া লিখে সেটিকে কয়েকবার ঝালিয়ে নেওয়া দরকার।
২) বক্তৃতা পদ্ধতি : বক্তৃতা মানে শুধু লিখিত বয়ানকে মৌখিকভাবে আওড়ানো নয়।একটি মিষ্টি কথা বলার ধরন এবং একটি আত্মবিশ্বাসী শারীরিক ভঙ্গিও একটি সফল বক্তৃতার জন্য একান্ত প্রয়োজন।
- বক্তৃতার প্রয়োজনীয়তা :
আমরা সকলেই জানি পড়াশোনা শেষ করার পর যখন আমরা সকলে আমাদের চাকুরী ক্ষেত্রে প্রবেশ করবো তখন লিখিত কাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আমাদের বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার ক্ষমতা। তাই প্রথাগত শিক্ষার পাশাপাশি আমাদের প্রয়োজন আমাদের বক্তৃতা দেওয়ার ক্ষমতাকে আরও শানিত করে তোলা।
- উপসংহার :
উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বক্তৃতা দেওয়া সকলের জন্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস তাই আমাদের সকলের উচিত অত্যন্ত গুরুত্বের সাথে এই বক্তৃতা প্রদানের ক্ষমতাকে আরো মসৃণ করে তোলে।