India Languages, asked by ska089815, 10 months ago

i) অসহনীয় দারিদ্রকে জয় করে একজন ছাত্রী মাধ্যমিকে সাফল্য পেয়েছে। তার
সংগ্রাম বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে।​

Answers

Answered by rubirana
0

Answer:

আজ বিকেল: মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এখন এতটাই সরলীকরণ হয়েছে যে একটু নিয়ম মেনে পড়লে পাশ কেন ভাল ফলাফলও করা তেমন পরিশ্রমের না। তাই ফেল করাটা বেশ কষ্টকর। কিন্তু এমন ... কিন্তু মুশকিল হল যে ছাত্র বা ছাত্রী মাধ্যমিকে অকৃতকার্য হল সে শুধু ফেল নয় বেশ কয়েকটি বিষয়ে শূন্য পেয়েছে। স্কুলের শিক্ষকদের দাবি ওই ...

গত কয়েক বছর ধরেই মুর্শিদাবাদে ছাত্রদের তুলনায় বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসছেন। সেই ট্রাডিশনের ব্যতয় ঘটল না এ ... সম্পাদকীয়. সম্পাদকীয় প্রতিবেদন · সম্পাদক সমীপেষু ... ছাত্রীর সংখ্যা ৪৯৪৪০। আর ছাত্রের সংখ্যা ৩৫১৯২। অর্থাৎ জেলার পরীক্ষার্থীদের ৫৮.৪ শতাংশ ছাত্রী। আর জঙ্গিপুর মহকুমায় তো ছাত্রের থেকে ছাত্রীদের সংখ্যা প্রায় দ্বিগুন। ... তাঁদের বক্তব্য, ''জেলায় মেয়েরা বেশি করে স্কুল-মুখী হচ্ছে। ... তার ফলেই মাধ্যমিকে ছাত্রদের সংখ্য ...

বিশেষ প্রতিবেদন, কলকাতা: ... আল আমীন মিশনকে নিয়ে লেখা টাইমস্ বাংলার সম্পাদক মিজানুর রহমানের একটি অসাধারণ গান তিনি বলেন, গ্রাম বাংলার সুযোগ সুবিধা বঞ্চিত প্রান্তিক পরিবারের এই সব ছেলেমেয়েরা মিশনের শিক্ষা ... হায়ার সেকেন্ডারি পাশ কৃষক মোমিন মণ্ডল এবং মাধ্যমিক মহারানী বেগমের কষ্টের সংসারে মইনুল হাসান মণ্ডল মাধ্যমিকে ৬৬৯ নম্বর পেয়ে জ্যোৎস্নার আলো ফুটিয়েছে। ... গল্প লেখা ও খো খো খেলায় তুখোড় এবং সংখ্যালঘু সমাজে শিক্ষার প্র

144 ০ আল্লাহর আরেফ ফজরের নামায শেষ করবার পর এশরাক পর্যন্ত জায়নামাযেই বসে থাকে এবং ফেরেশতাগণ তার জন্য দোয়া ও মাগফেরাত কামনা করতে থাকে। ... 245 ১০ বৎসর ধরে প্রতিষ্ঠানটি হতে শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হচ্ছে এবং এলাকায় শিক্ষা বিস্তারে অবদান রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। ... 629 ১৯৬০-৬৪ সালে ফরাসি সরকারের স্নাতকোত্তর বৃত্তি পেয়ে প্যারিসের একাডেমী অব জুলিয়ান অ্যান্ড বোজ আর্টস থেকে ফ্রেস্ক ...

Similar questions