Math, asked by akbaralimolla6649, 1 month ago

কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয় ? i) জীববৈচিত্র্য সংরক্ষণ এর মাধ্যমে বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা হবে। ii) বাস্তু তন্ত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। iii) জীব বৈচিত্র্য যত বেশি হবে জীবজগতের স্থায়িত্ব তত দীর্ঘস্থায়ী হবে।​

Answers

Answered by shardakuknaa
1

Answer:

প্রাণীর অস্তিত্ব রক্ষা হবে। ii) বাস্তু তন্ত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। iii) জীব বৈচিত্র্য যত বেশি হবে জীবজগতের স্থায়িত্ব

Answered by crushrose1
1

Answer:

দেখুন আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন কোনো অঞ্চলে যে ঘাস জন্মায় , সেই ঘাস ও দানা খেয়ে বেঁচে থাকে মুরগি , ছাগল , গরু , ভেড়া , খরগোশ। পাশের জঙ্গলের বাঘ এসে খেয়ে যায় এই জন্তুগুলোকে। শেয়াল এসে খায় মুরগি আর খরগোশ। আর পাশের শহর থেকে মানুষ এই জন্তুগুলোকে নিয়ে যায় খাবার হিসাবে। এবার ধরুন কোনো কারণে ওই অঞ্চলে ঘাসের অভাব ঘটলো। ফলে কি হলো ? ফলে , খাবারে টান পড়লো ওই মুরগি , ছাগল , গরু , ভেড়া , খরগোশদের। খাবার না পেয়ে তারা মারা গেলো। এইবার শেয়াল , বাঘ আর আপনার , হ্যাঁ আপনার খাবারে টান পড়লো। কারণ ওই প্রাণীদের তো আপনার খাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। কোনো প্রাণীর মড়ক লাগলেও বা তাদের সংরক্ষণ না করলেও ফল হবে একই।

তাহলে বুঝতে পারলেন , কোনো অঞ্চলের জীববৈচিত্র সংরক্ষণ না করলে টান পড়বে কিন্তু আপনার খাবারে।

তাহলে বুঝতে পারলেন কেন কোনো অঞ্চলের জীববৈচিত্র সংরক্ষণ করা প্রয়োজন?

Step-by-step explanation:

pls mark me brainliest

Similar questions