সহায়ক পাঠ থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো
শিলাদিত্যর জন্য সূর্যকুণ্ড থেকে কী উঠে আসত ?
i. আদিত্যশীলা
ii. সাতটি ঘোড়া
iii. সপ্তশ্ব রথ
iv. সপ্তাশ্ব রথ
Answers
Answered by
2
iv. সপ্তাশ্ব রথ
Explanation:
আশা করি এটা তোমার কাজে লাগবে
Answered by
1
শিলাদিত্যর জন্য সূর্যকুণ্ড থেকে সপ্তাশ্ব রথ উঠে আসবে।
- উদ্ধৃত প্রশ্নটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শিলাদিত্য নামক গল্প (রাজকাহিনী'র প্রথম অধ্যায়)থেকে নেওয়া হয়েছে।
- সূর্যদেবকে পাথর ছুড়ে মারার পরে গায়েব অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরে আসার পরে গায়েবী তাঁকে জানায় যে গায়েব আসলেই সূর্যদেবের সন্তান, গায়েবের নাম আজ থেকে শিলাদিত্য, শিলাদিত্যের বংশ সূর্যবংশ হয়ে পৃথিবী শাসন করবেন এবং শিলাদিত্য মনে মনে স্মরণ করলেই সূর্যকুণ্ড থেকে উঠে আসবে সাতটি ঘোড়া লাগানো সূর্যদেবের রথ। আর এই রথের নাম ছিল সপ্তাশ্বরথ। (সাতটি অশ্ব তাই সপ্তাশ্ব)
- এইজন্য বিকল্প (iv) এই প্রশ্নের সঠিক উত্তর।
Similar questions