সহায়ক পাঠ থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো'সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে কাঁদতে লাগলেন-- কোন্ কথা মনে করে। কাঁদতে লাগলেন?
i. বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।
ii. বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে বরের অত্যাচারের কথা।
iii. মায়ের কথা, শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।
iv. বাপের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।
Answers
Answered by
0
থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো'সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে কাঁদতে লাগলেন-- কোন্ কথা মনে করে। কাঁদতে লাগলেন?
i. বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।
ii. বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে বরের অত্যাচারের কথা।
iii. মায়ের কথা, শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।
. কথা
Answered by
0
সুভাগা একা বসে বসে কাঁদতে লাগলেন বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা মনে করে।
- উদ্ধৃত প্রশ্নটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শিলাদিত্য নামক গল্প (রাজকাহিনী'র প্রথম অধ্যায়) থেকে নেওয়া হয়েছে।
- যখন শ্রাবণের অবিরাম বর্ষা চারিদিক থেকে সুভাগাকে একলা করে তুলেছিল। তখন সুভাগা পুরোনো কথা মনে করে কাঁদতে শুরু করেছিলেন।
- এই পুরোনো কথার মধ্যে ছিল, সুভাগার বাপ-মায়ের কথা,শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতার (সুভাগাকে দেশছাড়া করার কথা) কথা, বিয়ের রাত্রে বরের মুখের সুন্দর হাসির কথা। এইসব কথা ভেবেই সুভাগা অশ্রুস্নাত হয়ে পড়েছিলেন।
Similar questions
Math,
14 hours ago
Environmental Sciences,
14 hours ago
English,
14 hours ago
India Languages,
1 day ago
India Languages,
1 day ago
Math,
8 months ago
Geography,
8 months ago