India Languages, asked by Bhavyasharma947, 1 day ago

সহায়ক পাঠ থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো'সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে কাঁদতে লাগলেন-- কোন্ কথা মনে করে। কাঁদতে লাগলেন?

i. বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।
ii. বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে বরের অত্যাচারের কথা।
iii. মায়ের কথা, শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।
iv. বাপের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।

Answers

Answered by Anonymous
0

থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো'সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে কাঁদতে লাগলেন-- কোন্ কথা মনে করে। কাঁদতে লাগলেন?

i. বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।

ii. বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে বরের অত্যাচারের কথা।

iii. মায়ের কথা, শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা।

. কথা

Answered by Anonymous
0

সুভাগা একা বসে বসে কাঁদতে লাগলেন বাপ মায়ের কথা, শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতা, আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা মনে করে

  • উদ্ধৃত প্রশ্নটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শিলাদিত্য নামক গল্প (রাজকাহিনী'র প্রথম অধ্যায়) থেকে নেওয়া হয়েছে।
  • যখন শ্রাবণের অবিরাম বর্ষা চারিদিক থেকে সুভাগাকে একলা করে তুলেছিল। তখন সুভাগা পুরোনো কথা মনে করে কাঁদতে শুরু করেছিলেন।
  • এই পুরোনো কথার মধ্যে ছিল, সুভাগার বাপ-মায়ের কথা,শ্বশুর-শাশুড়ির নিষ্ঠুরতার (সুভাগাকে দেশছাড়া করার কথা) কথা, বিয়ের রাত্রে বরের মুখের সুন্দর হাসির কথা। এইসব কথা ভেবেই সুভাগা অশ্রুস্নাত হয়ে পড়েছিলেন।
Similar questions