Science, asked by hiranmaydebnath2, 20 days ago

iii) সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতায় পার্থক্য 10° হলে, কেলভিন স্কেলে ঐ উষ্ণতার পার্থক্য কত হবে? ভবের কোনাে গ্যাসের ov বাশিটির S। এককে মান কত? ​

Answers

Answered by mahfujur189159
5

Answer:

সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10°C. হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য 10 K হবে।

Explanation:

সেলসিয়াস স্কেলের ও কেলভিন স্কেলের উষ্ণতার পার্থক্য same হয়। সেলসিয়াস স্কেল এর 0° C. কেলভিন স্কেলে 273K আর সেলসিয়াস স্কেলের 100°C. কেলভিন স্কেলে 373K।

it may help you ❤️

আর দ্বিতীয় প্রশ্নটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না কি জানতে চাওয়া হচ্ছে। sorry for that , question টা একবার মিলিয়ে নিও ..

Answered by koyelmitra8293
1

Explanation:

তাপমাত্রা মাপার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের স্কেল প্রচলিত রয়েছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য স্কেল হল সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল । সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেল অনেকটা একই ধরনের ।সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি তাপমাত্রার পার্থক্য কেলভিন স্কেলে এক কেলভিন তাপমাত্রা সমান। এখানে তফাৎ শুধু মাত্র সংখ্যক মানের সেলসিয়াস স্কেল শুরু হয় 0° সেলসিয়াস থেকে এবং কেলভিন স্কেলের মান 273 ডিগ্রি । এখন 0 ডিগ্রী সেলসিয়াস এবং 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পার্থক্য হয় 1° ।সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস হলো 273 কেলভিন এবং 1 ডিগ্রি সেলসিয়াস 274 কেলভিন, অর্থাৎ এখানে এক কেলভিন তাপমাত্রা পার্থক্য করা হয় ।

উওর : উষ্ণতার পার্থক্য একই হবে ।

Similar questions